ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ফিচার

বিশ্বের সবচেয়ে লম্বা খরগোশ জেফ!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
বিশ্বের সবচেয়ে লম্বা খরগোশ জেফ!

ঢাকা: খরগোশটি লম্বায় চার ফুট পাঁচ ইঞ্চি। ওজন ১৯ কেজির চেয়ে কিছু বেশি।

জেফ নামে খরগোশটি বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা খরগোশ।

 

জেফের মালিক এনেটি এডওয়ার্ড জানান, জেফের কান খাড়া হয়ে যাওয়া মানে সে আপনাকে পছন্দ করেছে।

১৮ মাস বয়সী জেফ উচ্চতায় তার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী বাবা ডারিয়াসকেও ছাড়িয়ে গেছে। কিন্তু জেফের এই রেকর্ড কতোদিন অব্দি টিকে থাকবে তাও বলা যায় না।

কারণ, জেফের ছোট সহোদরা এনিয়ার বয়স মাত্র পাঁচ মাস কিন্তু এরইমধ্যে সে বেড়ে হয়েছে তিন ফুট তিন ইঞ্চি।

এনেটি প্রায় ১০ বছর ধরে এমন সুপারসাইজ খরগোশ লালনপালন ও উৎপাদন করছেন।
স্বাস্থ্যবান এসব খরগোশদের জবরদস্ত আকারের জন্য তাদের ব্রোকলির ডাটা ও বিশেষ চা খাওয়ান তিনি।

প্রতিদিন জেফের খাবারে থাকে গাজর, ব্রোকোলি, সূর্যমুখীর বীজ ও বার্লি।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।