ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে 

কবি জন মিল্টনের প্রয়াণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
কবি জন মিল্টনের প্রয়াণ কবি জন মিল্টনের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

০৮ নভেম্বর, ২০১৭, বুধবার। ২৩ কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনা
৩৯২ - রোমান সম্রাট থিওডোসিয়াস খ্রিস্টান ধর্মকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেন।
১৩৩৯ - জার্মানির শাসক এডলফ হিটলারকে হত্যার একটি ব্যর্থ চক্রান্ত হয়।
১৪৯৪ - ইতালিতে বিদ্রোহ হয়।
১৭৩১ - ফিলাডেলফিয়ায় বেঞ্জামিন ফ্রাঙ্কলিন যুক্তরাষ্ট্রে প্রথম পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করেন।
১৮৬৪ – আব্রাহাম লিংকন দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৮৮৯ - মন্টানা যুক্তরাষ্ট্রের ৪১তম অঙ্গরাজ্যে পরিণত হয়।
১৯৪৭ – কিংবদন্তি ক্রিকেটার ডন ব্র্যাডম্যান ১ম শ্রেণীর ক্রিকেট ক্যারিয়ারের ৯৯তম সেঞ্চুরি করেন।

জন্ম
১৬৫৬ – এডমন্ড হ্যালি, ব্রিটিশ গণিতবিদ ও জ্যোতির্বিদ, তার নামানুসারে হ্যালির ধূমকেতুর নামকরণ করা হয়।
১৯২৩- জ্যাক কিলবি, মার্কিন প্রকৌশলী, মাইক্রোচিপ, ক্যালকুলেটার ও থার্মাল প্রিন্টারের উদ্ভাবক।

মৃত্যু
১২৩৪ - বাহাউদ্দিন ইবনে শাদ্দাদ, কুর্দি বংশোদ্ভূত মুসলিম আইনবিদ, ইতিহাসবিদ ও পণ্ডিত। সালাহউদ্দিনের জীবনী লেখার জন্য তিনি খ্যাত।  
১৩০৮ - জন ডান্স স্কোটাস, একজন ধর্মবেত্তা, দার্শনিক ও যুক্তিবিদ।
১৬৭৪ - জন মিলটন, ব্রিটিশ কবি। তিনি মূলত সপ্তদশ শতাব্দীর কবি হলেও একবিংশ শতকেও ‍তার জনপ্রিয়তা সমান। মিলটন বেশি প্রসিদ্ধ তার প্রসিদ্ধ কাব্য ‘প্যারাডাইস লস্ট’ এর জন্য। ১৬৫৮ থেকে ১৬৬৪ সালের মধ্যে মিলটন তার মহাকাব্য প্যারাডাইজ লস্ট রচনা করেন। মহাকাব্যটি তার নিজের জীবনের হতাশা এবং ব্যর্থতা তুলে ধরে,একই সাথে মানুষের সুপ্ত ক্ষমতাকে নিয়ে আশাবাদ ব্যক্ত করে। বিংশ শতাব্দীতে তার শ্রেষ্ঠত্বের সমতুল্য টি এস এলিয়ট ও এফ আর লেভিস। তারা সবাই এখন সাহিত্যের আকাশে উজ্জ্বল তারকার মতো।
১৮৮৭ - ইউজিন পতিয়ে, ফরাসি সমাজতান্ত্রিক বিপ্লবী, কবি এবং পরিবহনকর্মী।
১৯৩৩ - লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরী, ভারতীয় আলোকচিত্রশিল্পী।
১৯৩৭ – রামসে ম্যাকডোনাল্ড, ব্রিটিশ প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।