ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন

মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক সাবেরের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক সাবেরের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

১৮ ডিসেম্বর, ২০১৭, সোমবার। ০৪ পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনা
•    ১৩৯৮ - দিল্লির সুলতান মুহম্মদ তুঘলকের কাছ থেকে দিল্লি দখল করে নেন চতুর্দশ শতকে পশ্চিম ও মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলের তিমুরীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তুর্কি-মোঙ্গল সেনাপতি তৈমুর লং।
•    ১৮৬৫ - যুক্তরাষ্ট্রের দাসপ্রথার বিলোপ সাধন করা হয়।
•    ১৯১২ - যুক্তরাষ্ট্রের কংগ্রেস সেদেশে অশিক্ষিত অভিবাসীর প্রবেশ নিষিদ্ধ করে।
•    ১৯৬৯ - ব্রিটেনে খুনের জন্য মৃত্যুদণ্ডের বিধান রহিত করা হয়।
•    ১৯৭১ - সদ্য স্বাধীন বাংলাদেশে অস্থায়ী সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক ঢাকায় অনুষ্ঠিত।
•    ১৯৯৯ - স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন।

জন্ম
•    ১৮৭০ - সাকি, ইংরেজি ভাষার ছোট গল্পকার।
•    ১৯৩০ - শহীদ সাবের। লেখক, সাংবাদিক এবং মহান মুক্তিযুদ্ধে নিহত বুদ্ধিজীবী। তার প্রকৃত নাম একেএম শহীদুল্লাহ। তিনি ১৯৩০ সালের ১৮ ডিসেম্বর কক্সবাজার জেলার ঈদগাওর সোনাপুকুর গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। সাবের ১৯৫০ সালে ছাত্র ফেডারেশনের এক সমাবেশে বক্তৃতারত অবস্থায় গ্রেপ্তার হন। সুনির্দিষ্ট কোনো মামলা না দিয়ে নিরাপত্তা-বন্দী সাবেরকে চট্টগ্রাম কারাগারে প্রেরণ করা হয়। পরে তাকে রাজশাহী কারাগারে পাঠানো হয়। এরপর সাবের বিনা-বিচারে চার বছর আটক ছিলেন কারাগারে। সাবেরের রচনাসমূহের মধ্যে প্রকাশিত গ্রন্থ ছোটগল্পগ্রন্থ ‘এক টুকরো মেঘ’ (১৯৫৫), ‘ক্ষুদে গোয়েন্দার অভিযান’ (১৯৫৮), অনুবাদগ্রন্থ পুশকিনের ‘ইস্কাপনের বিবি’, গোগলের ‘পাগলের ডায়েরী’, ক্যাথারিন ওয়েন্স পিয়ারের ‘কালো মেয়ের স্বপ্ন’ (১৯৫৮)। সাবেরের সর্বাধিক পরিচিত এবং চাঞ্চল্যকর ‘আরেক দুনিয়া থেকে’ নামের রচনাটি। ১৯৭১ সালের ৩১ মার্চ দখলদার পাকিস্তানি সেনাবাহিনী দৈনিক সংবাদ অফিসে আগুন লাগিয়ে দেয়। শহীদ সাবের তখন ওই অফিসে কর্মরত ছিলেন। এতে অফিসেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান তিনি।
•    ১৯৪৬ - স্টিভেন অ্যালান স্পিলবার্গ, মার্কিন চলচ্চিত্র নির্দেশক।
•    ১৯৬১ - লালচাঁদ রাজপুত, ভারতীয় ক্রিকেটার।

মৃত্যু
•    ১৯৬২ - নিলস বোর, পদার্থ বিদ্যায় নোবেলজয়ী ড্যানিশ বিজ্ঞানী।
•    ১৯৭৩ - মুজফ্‌ফর আহমদ, ভারতের কমিউনিস্ট পার্টির নেতা। তার জন্ম ১৮৮৯ সালের ৫ আগস্ট। তিনি ছিলেন ভারতীয় সমাজতান্ত্রিক আন্দোলনের অন্যতম অগ্রদূত এবং বঙ্গে এ আন্দোলনের প্রতিষ্ঠাতা। ১৯১৭ সালে রাশিয়ায় লেনিন-স্টালিনের নেতৃত্বে সমাজতান্ত্রিক অভ্যুত্থান ঘটলে এর ঢেউ খুব দ্রুত অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। ১৯২০ সালে মানবেন্দ্র নাথ রায়ের উদ্যোগে ভারতের সর্বপ্রথম সমজাতান্ত্রিক দল গঠনের মাত্র এক মাস পর বঙ্গদেশেও সমাজতান্ত্রিক দল গঠিত হয়। এই সংগঠনের পুরোধা ছিলেন মুজফ্‌ফর আহমদ। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে সমাজতান্ত্রিক আন্দোলন তার হাত ধরেই যাত্রা শুরু করে।

বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এনএইচটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।