বিশ্বকাপ এলেই বাংলাদেশকে আলাদা করা যায় সহজে। এক পাশে আর্জেন্টিনা, তো আরেক পাশে ব্রাজিল।
টুইটে বাংলাদেশের বিভিন্ন স্থানের আর্জেন্টিনা ভক্তদের তিনটি ছবি দেয়া হয়। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমাদের দলকে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ। তারা (বাংলাদেশি ভক্ত) আমাদের মতোই পাগল। ’
আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশে কী পরিমাণ উন্মাদনা চলে তা সেই টুইটের নিচে এক ভিডিওর মাধ্যমে বুঝানোর চেষ্টা করেন এক বাংলাদেশি। তার জবাবে আর্জেন্টিনা জাতীয় দল লেখে, ‘হাহাহা, কতটা পাগল তারা। আমরা তাদের ভালোবাসি। ’
এর আগে মেক্সিকোর বিপক্ষে লিওনেল মেসির গোলের পর বাংলাদেশি ভক্তদের উচ্ছ্বাসের ভিডিও ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তা প্রকাশ পায় আর্জেন্টিনার বেশ কিছু সংবাদমাধ্যমেও।
এদিকে, গ্রুপ পর্ব শেষে আগামীকাল শেষ ষোলো পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে খেলা।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২২
এএইচএস
#Qatar2022
— Selección Argentina ?? (@Argentina) December 1, 2022
??????
¡¡Gracias por el apoyo a nuestro equipo!! ? ?
¡Están re locos como nosotros! ? pic.twitter.com/D5zOvkAfqs