ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্রাজিলের সবচেয়ে বুড়ো অধিনায়ক হলেন আলভেস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
ব্রাজিলের সবচেয়ে বুড়ো অধিনায়ক হলেন আলভেস

শেষ ষোলো নিশ্চিত হয়ে গেছে এক ম্যাচ আগেই। ক্যামেরুনের বিপক্ষে তাই ব্রাজিল কোচ তিতে বিশ্রাম দেবেন কয়েকজনকে, এমন কিছু ছিল অনুমিতই।

এতে সুযোগ মিললো মেক্সিকান লিগে খেলা দানি আলভেসেরও। তিনি হলেন অধিনায়কও। সাবেক বার্সা তারকা এখন বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বেশি বয়সী অধিনায়ক।  

৩৯ বছর বয়সী এই ফুটবলারকে ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে ব্রাজিল। সুইজারল্যান্ড ম্যাচের একাদশ প্রায় পুরো বদলে ফেলেছেন সেলেসাও কোচ তিতে। ডিফেন্সে মিলিতাও এবং মিডফিল্ডে ফ্রেদ ছাড়া আর কেউই নেই ক্যামেরুনের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে।   

ব্রাজিলের একাদশ : 
এদারসন
তেলেস, ব্রেমার, মিলিতাও, আলভেস
ফ্রেদ, ফাবিনহো
মার্তেনেল্লি, রদ্রিগো, আন্তনি
হেসুস

বাংলাদেশ সময় : ১২০০ ঘণ্টা, ২ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।