ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভিন্ন দল নিয়ে গোলের দেখা পাচ্ছে না ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
ভিন্ন দল নিয়ে গোলের দেখা পাচ্ছে না ব্রাজিল

এক ম্যাচ আগেই নিশ্চিত হয়ে গেছে শেষ ষোলো। তাই একদম ভিন্ন একাদশ নিয়ে মাঠে নেমেছে ব্রাজিল।

ফ্রেদ ও মিলিতাও ছাড়া শেষ ম্যাচের একাদশের সবাইকে বদলে ফেলেছেন কোচ তিতে। নতুন দল নিয়ে ক্যামেরুনের বিপক্ষে এখনও গোলের দেখা পায়নি তার দল।  

লুসাইল স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রথম সুযোগের দেখা পায় ব্রাজিল। একজনকে কাটিয়ে ডান পাশে থাকা রদ্রিগোকে বল বাড়ান আন্তনি। তিনি কাটব্যাক করেন ফ্রেদের উদ্দেশ্যে। কিন্তু তার নেওয়া শট আটকে দেন ক্যামেরুন ডিফেন্ডাররা।  

১৪তম মিনিটে এখন পর্যন্ত ম্যাচের সবচেয়ে পরিষ্কার সুযোগ পায় ব্রাজিল। ফ্রেদের বাড়ানো ক্রস হেড করার মতো জায়গায় পেয়েছিলেন মার্তেনেল্লি। হেড করেওছিলেন তিনি, কিন্তু সেটি দারুণভাবে সেভ করেন ক্যামেরুন গোলরক্ষক এপাসেসে।  

ছয় মিনিট পর সুযো আসে ক্যামেরুনের সামনে। কিন্তু চুপোও মোটিংয়ের নেওয়া শট ঠেকিয়ে দেন এদারসন। এরপর আরও কয়েকটি সুযোগ পান মার্তেনেল্লি। কিন্তু পাননি গোলের দেখা।  

শেষদিকে দুর্দান্ত একটি সুযোগ পেয়েছিল ক্যামেরুন। কিন্তু এমবুমোর হেড দারুণভাবে ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক এদারসন।  

বাংলাদেশ সময় : ১৩৫৩ ঘণ্টা, ২ ডিসেম্বর, ২০২২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।