ম্যাচের আগে বেশিরভাগের কাছেই ফেভারিট ছিল ব্রাজিল। রুদ্ধশ্বাস অপেক্ষার পর অতিরিক্ত সময়ে এসে গোলও পেয়ে গিয়েছিল তারা।
পরে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় ক্রোয়াটরা। গতবারের বিশ্বকাপ ফাইনাল খেলা দলটি এবারও পৌঁছে গেছে সেমিফাইনালে। এরপর দলটির কোচ জ্লাতকো দালিচ বলেছেন, এই মুহূর্ত তাদের জন্য গর্বের।
তিনি বলেন, ‘আমরা বড় ফেভারিটদের হারাতে সক্ষম হয়েছি। আমরা এতে গর্বিত। আমরা সাহসী ছিলাম, ক্রোয়েশিয়া সবসময় সফল হয়। অভিনন্দন কিন্তু আমরা আরও দূরে যাবো। ’
ব্রাজিলের হয়ে ১০৫ মিনিটের সময় দুর্দান্ত এক গোল করেন নেইমার জুনিয়র। পরে পাতকোভিচের গোলে সমতায় ফেরে ক্রোয়োশিয়া। এখন সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালের জয়ী দল।
বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
এমএইচবি/এমএইচএম