ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্রাজিলকে হারিয়ে গর্বিত ক্রোয়োশিয়া কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
ব্রাজিলকে হারিয়ে গর্বিত ক্রোয়োশিয়া কোচ

ম্যাচের আগে বেশিরভাগের কাছেই ফেভারিট ছিল ব্রাজিল। রুদ্ধশ্বাস অপেক্ষার পর অতিরিক্ত সময়ে এসে গোলও পেয়ে গিয়েছিল তারা।

কিন্তু ১২০ মিনিটের খেলা শেষ হওয়ার আগেই গোল শোধ করে ক্রোয়েশিয়া।

পরে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় ক্রোয়াটরা। গতবারের বিশ্বকাপ ফাইনাল খেলা দলটি এবারও পৌঁছে গেছে সেমিফাইনালে। এরপর দলটির কোচ জ্লাতকো দালিচ বলেছেন, এই মুহূর্ত তাদের জন্য গর্বের।

তিনি বলেন, ‘আমরা বড় ফেভারিটদের হারাতে সক্ষম হয়েছি। আমরা এতে গর্বিত। আমরা সাহসী ছিলাম, ক্রোয়েশিয়া সবসময় সফল হয়। অভিনন্দন কিন্তু আমরা আরও দূরে যাবো। ’

ব্রাজিলের হয়ে ১০৫ মিনিটের সময় দুর্দান্ত এক গোল করেন নেইমার জুনিয়র। পরে পাতকোভিচের গোলে সমতায় ফেরে ক্রোয়োশিয়া। এখন সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালের জয়ী দল।

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।