ঢাকা, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

কোপা দেল রে’তে সহজ প্রতিপক্ষ পেয়েছে রিয়াল-বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২০, ডিসেম্বর ২৪, ২০২২
কোপা দেল রে’তে সহজ প্রতিপক্ষ পেয়েছে রিয়াল-বার্সা

চ্যাম্পিয়ন্স লিগে সফল রিয়াল মাদ্রিদ সবসময় হোঁচট খায় কোপা দেল রে’তে এসেই। তবে এবার সহজ প্রতিপক্ষই পেয়েছে ক্লাবটি।

সিপি কাসেরেইনিয়োর বিপক্ষে মাঠে নামবে তারা। অপরদিকে ক্লাবটির চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইন্টার সিটিকে।

শুক্রবার কোপা দেল রে’র ড্র তে ক্লাবগুলোর প্রতিপক্ষ নির্ধারণ করা হয়। যেখানে এই প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল বেতিসের প্রতিপক্ষ ইবিসা। আর আতলেতিকো মাদ্রিদ খেলবে রিয়াল ওভিয়েদোর বিপক্ষে। ভালেন্সিয়া মুখোমুখি হবে লা নুসিয়ার। এছাড়া সেল্তা ভিগো খেলবে এস্পানিওলের বিপক্ষে।  

এক লেগের এই রাউন্ডের ম্যাচগুলো হবে ৩, ৪ ও ৫ জানুয়ারি। পরের রাউন্ডের নির্দিষ্ট সময় ও তারিখ পরবর্তীতে জানাবে স্প্যানিশ এফএ।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।