ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ব্রাজিলের ক্লাবে যোগ দিচ্ছেন সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
ব্রাজিলের ক্লাবে যোগ দিচ্ছেন সুয়ারেজ

অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে নিজের পুরানো ক্লাব ন্যাসিওনালে। সেখানে জানুয়ারিতেই চুক্তি শেষ হতে চলেছে উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজের।

তার নতুন ঠিকানা হিসেবে শোনা যাচ্ছে ব্রাজিলের ক্লাব গ্রেমিওর নাম।

উরুগুইয়ান স্ট্রাইকারের সঙ্গে ব্রাজিলীয় ক্লাব গ্রেমিওর কথাবার্তা প্রায় পাকা। খুব শিগগিরই তিনি দুই বছরের চুক্তি সেরে ফেলবেন ব্রাজিলের ক্লাবটির সঙ্গে। ন্যাসিওনালের হয়ে মৌসুমের প্রথম ভাগটা খেলেছেন। সেটি মূলত বিশ্বকাপের আগে নিজের প্রস্তুতির অংশ হিসেবেই। নতুন একটি ক্লাবের সন্ধানেই ছিলেন। গ্রেমিওর পাশাপাশি তার কথাবার্তা চলছিল মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের সঙ্গে।

এ মুহূর্তে সুয়ারেজ অবশ্য বেশ আনন্দেই আছেন। গত বৃহস্পতিবার বন্ধু লিওনেল মেসির সঙ্গে বড়দিন কাটাতে আর্জেন্টিনার রোজারিওতে পৌঁছেছেন উরুগুইয়ান তারকা। সেখানে আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও অ্যাগুয়েরোদের সঙ্গে তিনিও ছিলেন নিমন্ত্রিত। বৃহস্পতিবার নিজের উড়োজাহাজে করে রোজারিও পৌঁছান সুয়ারেজ। সঙ্গে ছিলেন তার স্ত্রী ও দুই পুত্র।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।