ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ভিত্তিক আন্তর্জাতিক ফেডারেশনের মতে, ৮০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো। ৮১৯ গোল নিয়ে তালিকার শীর্ষে আছেন তিনি।
চলতি মৌসুমে গোলের বন্যা বইয়ে দিচ্ছেন হাল্যান্ড। সিটির হয়ে ১৯ ম্যাচে করেছেন ২৪ গোল। বিশ্বকাপের জন্য এক মাসের লম্বা ছুটিতে থাকলেও ভাটা পড়েনি তার পারফরম্যান্সে। কিছুদিন আগে কারাবাও কাপে লিভারপুলের বিপক্ষে শেষ ষোলো রাউন্ডের ম্যাচে গোল করেন তিনি।
তাই সতীর্থের বন্দনায় মেতে উঠলেন ডি ব্রুইনা। বেলজিয়ান মিডফিল্ডার বলেন, ‘হাল্যান্ড গোলের প্রতি খুবই আচ্ছন্ন। ইতোমধ্যেই ২০০’র মতো গোল আছে তার। যদি সে ফিট থাকে এবং এমনভাবে খেলে থাকে তাহলে ৬০০, ৭০০ বা ৮০০ গোলও করতে পারে। সে উঁচু-মানের স্ট্রাইকার। অন্যদের তুলনায় হাল্যান্ডকে ভিন্ন কিছু মনে করি না আমি। সে সবার মতোই সাধারণ ফুটবলার এবং সে নিজেকে খুব একটা গুরুত্ব দেয় না। ’
বিশ্বকাপ শেষে আজ থেকে শুরু হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। আগামী ২৮ ডিসেম্বর লিডস ইউনাইটেডের বিপক্ষে নামবে ম্যান সিটি।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
এএইচএস