ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

কিংস-আবাহনী ম্যাচে বিদেশি রেফারি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
কিংস-আবাহনী ম্যাচে বিদেশি রেফারি

বিতর্কিত রেফারিং বাংলাদেশের ঘরোয়া ফুটবলের নিয়মিত চিত্র। সেই বিতর্ক এড়াতে এবার বিদেশি রেফারি আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

 

আগামী ১৭ ফেব্রুয়ারি প্রিমিয়ার ফুটবল লিগে কুমিল্লায় লড়বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল বসুন্ধরা কিংস ও আবাহনী ঢাকা। এ ম্যাচ পরিচালনা করবেন ভুটানের তিন রেফারি।

আজ (১৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।  

গত মৌসুম থেকেই বিদেশি রেফারি আনার দাবি জোরালো হয়ে উঠছিল। দেশি রেফারিদের মান নিয়ে তো প্রশ্ন আছেই। ক্লাবগুলো গতবার বিদেশি রেফারির দাবি তুলেছিল। তখন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনও বিদেশি রেফারি আনার পক্ষে মত দিয়েছিলেন।  

ভুটানের ফুটবল ফেডারেশন কর্তৃক মনোনীত প্রেমা তেসওয়াং এর তত্বাবধানে ম্যাচ পরিচালিত হবে। ম্যাচে সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন পুর্পা ওয়াংসুক, পাসাং পাসাং এবং ভিরেন্দা রায়।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।