ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ডায়রিয়ার অজুহাতে আর্জেন্টিনার খেলা দেখে চাকরি গেল তরুণীর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
ডায়রিয়ার অজুহাতে আর্জেন্টিনার খেলা দেখে চাকরি গেল তরুণীর

কাতার বিশ্বকাপ জেতার দীর্ঘ সময় পর তিন তারকাখচিত জার্সি পরে প্রথমবার পানামার বিপক্ষে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়নদের খেলা দেখতে জড়ো হয়েছিল প্রায় ৮৪ হাজার দর্শক।

 

বিশ্বকাপ জেতা দলটির খেলা দেখতে উন্মুখ হয়ে ছিলেন দেশটির জনগন। তাইতো সব কাজ ফেলেই ছুটে এসেছেন অনেকেই। তাদের মধ্যেই একজন ২১ বছর বসয়সী হুইলে বারবিয়েরি। নিজের অফিসে মিথ্যা কথা বলে দেখতে এসেছেন মেসিদের ম্যাচ। আর এতেই বাধে বিপত্তি। মিথ্যা বলায় প্রতিষ্ঠান থেকে চাকরি হারালেন তিনি।  

আর্জেন্টিনার সেই ভক্ত অফিসে জানিয়েছিলেন ডায়রিয়ার কথা। নিজের অসুস্থতার প্রমাণ দিতে তৈরি করেছিলেন একটি ভুয়া মেডিক্যাল রিপোর্টও। পরবর্তীতে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’-এ দেওয়া সাক্ষাৎকারে আবেগের বশে সত্যি কথা বলে দিয়েছেন তিনি। আর এতেই পরদিন তাকে বরখাস্ত করা হয়। বিষয়টি জানিয়েছে দেশটির আরেক সংবাদমাধ্যম ‘ক্লারিন’।

সান্তা ফে শহরের পৌরসভার অন্তর্গত ইভা পেরন হেলথ সেন্টারে কাজ করতেন বারবিয়েরি। মনুমেন্তাল স্টেডিয়ামে টিওয়াইসি স্পোর্টসকে তিনি বলেন, ‘রোলিকে (সান্তা ফে শহরের মেয়র রোলি সান্তাক্রোচ্চে) শুভেচ্ছা। তিনি আমার বস। হয়তো এখন আমাকে টিভিতে দেখছেন। একটি মেডিক্যাল সার্টিফিকেট তিনি পেয়েছেন। কিন্তু আমি ভালো আছি। ডায়রিয়া হয়েছিল; কিন্তু নিশ্চিত থাকুন এটা ঠিক হয়ে যাবে। ’

আর্জেন্টাইন ওই তরুণী আরও বলেন, ‘জাদুবলে আমি বন্ধুদের নিয়ে মনুমেন্তালে উপস্থিত হতে পেরেছি। রোলি, শপথ করে বলছি, দ্বিগুণ কাজ করে দেব। শুধু আমাকে বিশ্ব চ্যাম্পিয়নদের খেলা উপভোগ করতে দাও। ’

কিছুক্ষণ পরই সঞ্চালক মেয়েটিকে জিজ্ঞেস করেন, ‘যদি চাকরি চলে যায়?’ জবাবে বারবিয়েরি কোনো দ্বিধা ছাড়াই বলেন, ‘সেটা কাল দেখা যাবে। আজ তো আমরা বিশ্ব চ্যাম্পিয়ন!’ 

পরবর্তীতে আর্জেন্টাইন গণমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, মিথ্যা বলে খেলা দেখতে আসা সেই তরুণীর পরের দিনই চাকরি চলে গেছে। মেয়র রোলি সান্তাক্রোচ্চে এক বিবৃতিতে বলেছেন, ‘আনুষ্ঠানিকভাবে সে এখন আর পৌরসভার অধীনে কাজ করে না। কী ঘটেছে তা জানার পর দ্রুত সিদ্ধান্ত নিয়েছি। ’

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।