হুট করেই ইউলিয়ান নাগেলসমানকে ছাটাই করে বায়ার্ন মিউনিখ। ক্লাবটির হয়ে কোচিং খারাপ না করার পরেও তাকে এভাবে ছাটাই করায় বিস্মিত হয়েছেন অনেকেই।
ডাচ ব্রডকাস্টার এনওএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডি লিট বলেন, ‘আমি অবাক হয়েছিলাম। আমরা লিগে দ্বিতীয় এবং (চ্যাম্পিয়ন্স লিগ ও জার্মান কাপে) কাপের কোয়ার্টার-ফাইনালে আছি। আমরা এখনও সবকিছুর জন্য লড়ছি। ’
নাগেলমানকে ছাটাই করার পরপরই সাবেক চেলসি কোচ টুখেলকে দলের কোচ হিসেবে নিয়োগ করে বায়ার্ন। ক্লাবের এই সিদ্ধান্তকে উপযুক্ত মনে করে ডি লিট বলেন, ‘কে কোচ হবেন, কর্মকর্তারা সেই সিদ্ধান্ত নেন। কিন্তু এটি একটি কঠিন সিদ্ধান্ত, যা মেনে নেওয়া কঠিন। তবে আমি এটাও বিশ্বাস করি যে (টমাস) টুখেল আমাদের জন্য উপযুক্ত একজন কোচ। ’
নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ১ এপ্রিল বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে বায়ার্ন। লিগ ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগ ও জার্মান কাপের লড়াইয়েও আছে মিউনিখের দলটি। দুটি প্রতিযোগিতাতেই তারা উঠেছে কোয়ার্টার-ফাইনালে।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
আরইউ