ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শেখ রাসেলের পরিচালক শাহাবুদ্দিন টিপু আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
শেখ রাসেলের পরিচালক শাহাবুদ্দিন টিপু আর নেই

দেশের শীর্ষ ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক শাহাবুদ্দিন টিপু আর নেই। আজ (১ এপ্রিল) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাদ আসর আজিমপুর কবরস্থানে চিরশায়িত হন এই ক্রীড়া সংগঠক।  

শেখ রাসেল ক্রীড়া চক্র এখন দেশের শীর্ষ ক্লাব। এই ক্লাবের তৃণমূল পর্যায় থেকেই টিপু জড়িত ছিলেন। ক্লাবের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিভিন্ন কমিটিতেও দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া নানা সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন।  

গত কয়েকমাস ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন টিপু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী এবং তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ফুটবল ফেডারেশন, শেখ রাসেল ক্লাবসহ বিভিন্ন ক্রীড়া সংস্থা।  

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।