ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

শিরোপা থেকে এক জয় দূরে সিটি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, মে ১৫, ২০২৩
শিরোপা থেকে এক জয় দূরে সিটি

মৌসুমের দুই-তৃতীয়াংশ সময় শীর্ষে থাকলেও শিরোপা ছুঁয়ে দেখা হচ্ছে না।  ভাবতে অবাকই লাগে! অলৌকিক কিছু না ঘটলে, এমনটাই হতে যাচ্ছে প্রিমিয়ার লিগে।

শেষে এসে পথে হারিয়ে ম্যানচেস্টার সিটিকে সুযোগ করে দিল আর্সেনাল। আজ ব্রাইটনের কাছে ৩-০ গোলে তাদের হারের পর সিটির রাস্তাটা আরও সহজ হয়ে গেল। হ্যাটট্রিক শিরোপা থেকে আর মাত্র এক জয় দূরে আছে পেপ গার্দিওলার দল।

এভারটনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর ৩৫ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিটি। এক ম্যাচ বেশি খেলে ৮১ পয়েন্ট পেয়ে দুইয়ে আর্সেনাল। নিজেদের মাঠে ব্রাইটনের কাছে পাত্তাই পায়নি গানাররা। প্রথমার্ধে অবশ্য কোনো গোল হয়নি। তবে বিরতির পর ম্যাচের মিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ব্রাইটন। ৫১ মিনিটে এনসিসকোর গোলে এগিয়ে যায় তারা। ৮৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উন্দাভ। আর্সেনালের শিরোপা লড়াইয়ের আশা যেন নিভে যায় সেখানেই। যোগ করা সময়ের ছয় মিনিটে ব্রাইটনের হয়ে ব্যবধান বাড়ান এস্তুপিনান।

এর আগে এভারটনের মাঠে একপেশে খেলা উপহার দেয় সিটি। ৩৭ মিনিটে সফরকারীদের এগিয়ে দেন ইলকায় গুন্দোয়ান। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আরলিং হালান্ড। বিরতির পর ৫১ মিনিটে দারুণ এক ফ্রি-কিকে দ্বিতীয়বার স্কোরশিটে নাম লেখান গুন্দোয়ান।  

লিগে সিটির পরের ম্যাচ আগামী ২১ মে চেলসির বিপক্ষে।  ঘরের মাঠে শিরোপা উৎসবের সব প্রস্তুতি হয়তো সেদিন নিয়ে রাখবে তারা।

বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, ১৫ মে, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।