ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ভিনিসিয়ুস ইস্যু: স্পেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, মে ২৩, ২০২৩
ভিনিসিয়ুস ইস্যু: স্পেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি ব্রাজিলের

বর্ণবাদের শিকার হওয়ার ভিনিসিয়ুস জুনিয়রের ঘটনাটি এখন ফুটবল ছাড়িয়ে কূটনীতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যার জের ধরে স্পেনকে বিশেষ একটি আইনের হুমকিও দিচ্ছে ব্রাজিল।

দেশটির জননিরাপত্তা ও বিচারমন্ত্রী ফ্লাভিও দিনো জানান, তারা বহির্মুখীতা নীতি প্রয়োগের ব্যাপারে ভাবছেন।

বহির্মুখীতা নীতি হলো-ব্রাজিলিয়ান দণ্ডবিধি অনুযায়ী, কোনো ব্রাজিলিয়ান নাগরিক দেশের বাইরে গিয়ে অপরাধের শিকার হলে বিশেষ ব্যবস্থা অনুযায়ী এই আইন প্রয়োগ করা সম্ভব।  

টুইটারে ব্রাজিলের বিচারমন্ত্রী লেখেন, ‘ব্রাজিলিয়ানদের বিরুদ্ধে করা অপরাধের চরম প্রতিকার এটি, যা প্রাথমিকভাবে উপযুক্ত কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার ক্ষেত্রে কার্যকর হতে পারে। একজন স্বদেশির বিরুদ্ধে অন্যায় আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে কাজ করতে পারে। ’

‘বহির্ভূতত্বের বিষয়টি এখনো পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বেশ কয়েকটি কারণের ওপর তা নির্ভর করছে। আমি শুধু মনে করিয়ে দিতে চাই এটি একটি দণ্ডবিধি, কারণ কেউ কেউ এনিয়ে প্রশ্ন তুলছেন যেহেতু আমি চরম প্রতিকার কথাটি উল্লেখ করেছি । আমি মনে করি, ব্রাজিলিয়ানদের অধিকারের জন্য এই সুরক্ষার অস্তিত্বের কথা সবার জানা উচিত। এই নীতিটি স্পেন ও অন্যান্য দেশগুলোতেও রয়েছে। ’ 

গত রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলার সময় গ্যালারি থেকে বর্ণবাদী আচরণের শিকার হন ভিনিসিয়ুস। সেই ঘটনায় ভ্যালেন্সিয়ার চার সমর্থককে আটক করেছে পুলিশ। শুধু এবারই প্রথম নয়, এর আগেও লা লিগায় বর্ণবাদের শিকার হয়েছেন ভিনিসিয়ুস।

সেই ঘটনা নিয়ে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস, ‘বহুলাংশে  স্প্যানিশ সমাজ একটি সহনশীল সমাজ। এমন একটি সমাজ যা পরিষ্কারভাবে বর্ণবাদকে প্রত্যাখান করে। অবশ্যই স্প্যানিশ সরকার বর্ণবাদী, অসহিষ্ণুতা বা একত্ববাদ মনোভাবের জন্য কোনো সন্দেহ সৃষ্টি করবে না। এইসব ঘটনা একেবারেই অসহনীয় এবং নিন্দনীয়। শুধু ক্রীড়া ক্ষেত্রেই নয়, স্পেনের মতো একটি দেশের জন্যেও। যেই দেশের পতাকায় বৈচিত্র্য রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এএইচএস 
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।