ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভালো খেলা উপহার দিতে চান কাবরেরা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জুন ৫, ২০২৩
ভালো খেলা উপহার দিতে চান কাবরেরা

সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে গতকাল থেকে আবাসিক ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ ছিল প্রথম অনুশীলন।

সেই অনুশীলন শেষে সাফে দলের লক্ষ্য নিয়ে কথা বলেন প্রধান কোচ হাভিয়ের কাবরেয়া।  সাফে দীর্ঘদিন থেকে গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পারছে না বাংলাদেশ। তবে নতুন মিশন শুরুর আগে কাবরেরা বললেন, এসব নিয়ে ভাবছেন না তিনি। তার লক্ষ্য ভালো খেলা উপহার দেয়া।

ক্যাম্প শুরুর আগে সেমিফাইনালে খেলার লক্ষ্যের কথা জানিয়েছিলেন কাবরেরা। তবে আজ বললেন, ‘আমরা অত প্রত্যাশা রাখছি না। আমাদের প্রত্যাশা মানুষজন যখন আমাদের টিভিতে দেখবে, তখন রোমাঞ্চিত হবে। আমরা বিশ্বাস করি এটা হবে। আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখি, এটাই গুরুত্বপূর্ণ বিষয়। ’

‘অতীতের ফলাফলটা একটা বিষয়। তবে আমি নিশ্চিত যে এই দল শেষ দেড় বছরে অনেক উন্নতি করেছে। আমি আত্মবিশ্বাসী যে আমরা যে কোনো দলের জন্যই কঠিন দল হয়ে উঠব, যাদের হারানো কঠিন হবে। আমরা যত সমর্থন পাব, তত ভালো হবে। নিজেদের নিয়ে প্রত্যাশাটা নিজেদের ভেতরই রাখছি, বিশ্বাসটা আমাদের আছে। ’ 

আজ অনুশীলনের বাইরে ছিলেন তিন ফুটবলার। তারা পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন কাবরেরা। তিনি বলেন, ‘তিন জন খেলোয়াড় অনুশীলনে নামেনি। সবাই পর্যবেক্ষণে আছে। তপু সরাসরি ফিজিওথেরাপিস্টের সঙ্গে কাজ করছে। রিমন চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে অ্যাঙ্কেলে চোট পেয়েছিল। তবে সবকিছু ঠিকই আছে। বাদশার জন্যও অপেক্ষা করছি। সবাই পর্যবেক্ষণে আছে। আমরা আজ একটা বৈঠকে বসব, কালও বসব। আমরা দেখব কেমন অগ্রগতি হয়। ’ 

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুন ০৫, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।