ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফুটবল

বাফুফের প্রয়োজন ৭ কোটি, ঘাটতি ৪ কোটি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
বাফুফের প্রয়োজন ৭ কোটি, ঘাটতি ৪ কোটি

সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে বর্তমানে ভারতের ব্যাঙ্গালোরে রয়েছে বাংলাদেশ পুরুষ ফুটবল দল। বছরের বাকিটা সময়ে আরও ব্যস্ত সময় পার করতে হবে দেশের ফুটবল দলগুলোকে।

এই বছর ১৪টি আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিবে বাংলাদেশ।  

নারী ও পুরুষদের বয়সভিত্তিক ইভেন্ট ছাড়া সিনিয়রদের খেলাও রয়েছে। এই সবকিছুর জন্য বাফুফের হিসাবে প্রয়োজন ৭ কোটি টাকার মতো। এজন্য ফিফা-এএফসি’র মাধ্যমে মিলবে প্রায় ৩ কোটি। ফলে আরও ৪ কোটি টাকার ঘাটতি বাজেট।

নিজেদের ঘাটতি পূরণে আবারও ক্রীড়া মন্ত্রনালয়ে শরণাপন্ন হতে চলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আজ (১৭ জুন) বাফুফে ভবনে এক জরুরী সভার পর এমনটাই জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী।  

তিনি বলেন, ‘আমরা ক্রীড়া মন্ত্রণালয়ে পুরো বিষয়টি জানিয়ে চিঠি দিব। আমাদের ঘাটতি চার কোটি টাকার বাজেটের কথা বলবো। সেখান থেকে যদি সহযোগিতা পাই। পাশাপাশি স্পন্সরদের কাছ থেকেও সংগ্রহ করার চেষ্টা করবো। মন্ত্রণালয়ের কাছে চেয়ে দেখি তারা কী বলেন। যদি তারা না দেন, পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেবো। ’

এবারের প্রস্তাবিত বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দ গত বছর সংশোধিত বাজেটের তুলনায় অনেক কম। ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের বাজেট একেবারে খাতভিত্তিক। বাফুফে নির্বাহী কমিটির অনেকেই সরকারের সঙ্গে সম্পৃক্ত। বাজেট প্রক্রিয়া সম্পর্কেও তারাও অবগত।  

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষে বাফুফের অনুরোধ মেটানো অনেক কষ্টসাধ্য জেনেও এমন সিদ্ধান্তের কথা জানান জাকির, ‘ক্রীড়া মন্ত্রণালয় আমাদের অভিভাবক সংস্থা। আমাদের অভাব বা প্রয়োজনটা তাদেরই আগে জানাব। তারা আমাদের চিঠি পাওয়ার পর নিশ্চয়ই একটা জবাব দেবে। এরপর আমরা বিকল্প ব্যবস্থা করব। ’

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।