কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল ম্যানচেস্টার সিটির ট্রেবলজয়ী অধিনায়ক ইলকাই গুনদোয়ানকে দলে ভেড়াচ্ছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। এবার সেটিই সত্যি হলো।
ইংলিশ ক্লাব ম্যানসিটির সঙ্গে চলতি মৌসুমে চুক্তি শেষ হয়েছে গুনদোয়ানের। তাকে রাখার জন্য অবশ্য কম চেস্টা করেননি পেপ গার্দিওলা। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। আগামী দুই মৌসুমের জন্য বার্সায় পাড়ি জমিয়েছেন জার্মান এই মিডফিল্ডার। সঙ্গে এক বছর চুক্তি নবায়নের অপশনও রয়েছে। ৩২ বয়সী এই তারকার রিলিজ ক্লজ ধরা হয়েছে ৪০০ মিলিয়ন ইউরো।
২০১৬ সালে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে গুনদোয়ানকে সিটিতে আনেন গার্দিওলা। দলটির হয়ে দারুণ পারফরম্যান্স করে গেছেন জার্মান এই মিডফিল্ডার। বিশেষ করে বড় ম্যাচগুলিতে দুর্দান্ত খেলে দলকে শিরোপা জিততে বড় অবদান রাখতেন। যে কারণে ক্লাবের নেতৃত্বও পান তিনি। এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের ঐতিহাসিক ট্রেবল জয়ে তিনিই দিয়েছেন দলের নেতৃত্ব।
সিটির ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি প্রিমিয়ার লিগের ৫ শিরোপা, লিগ কাপের ৪ শিরোপাসহ ৭ মৌসুমে মোট ১৪টি ট্রফি জিতেছেন গুনদোয়ান। ম্যানচেস্টারের ক্লাবটির হয়ে তিনশর বেশি ম্যাচ খেলেছেন তিনি, গোল করেছেন ৬০টি।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
আরইউ