খেলোয়াড়ি জীবনের মত কোচিংয়েও সফলতায় পরিপূর্ণ তার ক্যারিয়ার। তবু কেন কোচিং থেকে নিজেকে বাইরে রেখেছেন, তা জানতে কৌতুহলের শেষ নেই।
২০২১ সালে দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়েছেন জিদান। তখন থেকে বেশ কয়েকটি ক্লাবের পক্ষ থেকে প্রস্তাব পেয়েছেন তিনি। পিএসজি, জুভেন্তাস এর মধ্যে অন্যতম বলে জানিয়েছে বেশ কয়েকটি সংবাদমাধ্যম। তবে এখন পর্যন্ত কাউকেই ‘হ্যাঁ’ বলেননি ফরাসি কিংবদন্তি। অপেক্ষায় আছেন সঠিক সময়ের।
কোচিং মিস করছেন কি না এই প্রশ্নে জিদান বলেন, ‘আমি আশা করছি খুব শিগগিরই কোচিংয়ে ফিরব। আমি এই রোমাঞ্চ মিস করি কি না? অবশ্যই, আমার এই অনুভূতিটা দরকার। আমি সম্ভবত দুই বছর ধরে এর বাইরে রয়েছি, তবে হবে। ’
‘আপনি যখন এটা পছন্দ করেন তখন আপনি ফুটবল ছাড়া থাকতে পারবেন না। আপনি যদি আবেগপ্রবণ হন, তাহলে আবেগ অটুট থাকে। এমন কিছু সময় আছে যখন আপনি আরও রিলাক্স হবেন। আমার সেটাও দরকার। ’
জিদান আরও বলেন, ‘ আমি কোনো কিছু থেকেই নিজেকে বিরত রাখি না। জিনিসগুলো অনুভব করতে হবে, চাইতে হবে। আমি জানি আমি কী চাই আর কী চাই না। আমি শুধু নিজেকে বলি, যদি বিরতি থাকে তবে থাক, যা আসে তা মেনে নিতে হবে এবং পরে দেখা যাবে। ’
রিয়ালের হয়ে দুই মেয়াদে কোচিং করে দুটি করে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা সুপার কাপ ও তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন জিদান। কোচিংয়ে ফিরে কোন দলের দায়িত্ব নেবেন সেটা সময়ই বলে দেবে।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
এএইচএস