ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফুটবল

ইন্টার মায়ামিতে যাওয়া নিয়ে মেসি বললেন, ‘আমি উত্তেজিত’

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
ইন্টার মায়ামিতে যাওয়া নিয়ে মেসি বললেন, ‘আমি উত্তেজিত’ সংগৃহীত ছবি

ক্লাব ফুটবলে বিশ্বসেরা ইউরোপ ছেড়ে তুলনামূলক 'অচেনা' আমেরিকায় যাচ্ছেন লিওনেল মেসি। কেমন হবে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ডের নতুন অধ্যায়? তা জানতে আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হবে প্রতীক্ষায় থাকা ভক্ত-সমর্থকদের।

 

ইন্টার মায়ামির জার্সিতে মেজর লিগ সকারে ক্যারিয়ার শুরুর জন্য মেসির নিজেরও তর সইছে না। যদিও নতুন ঠিকানায় পা রাখার আগে কিছুদিন ছুটি কাটাবেন তিনি। আপাতত সপরিবারে নিজ দেশ আর্জেন্টিনায় আছেন মেসি। সেখানে এরইমধ্যে সাবেক দুই সতীর্থ ম্যাক্সি রদ্রিগেস এবং হুয়ান রোমান রিকেলমের বিদায়ী ম্যাচে অংশও নিয়েছেন তিনি।  

গত শনিবার নিজের ৩৬তম জন্মদিনে বন্ধু রদ্রিগেসের বিদায়ী প্রদর্শনী ম্যাচ খেলতে নামেন মেসি। পুরনো ক্লাব নেওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে সেই ম্যাচে হ্যাটট্রিকও করেন তিনি। এরপর বোকা জুনিয়র্সের মাঠে রিকেলমের বিদায়ী ম্যাচেও খেলেন আর্জেন্টাইন অধিনায়ক। অনেক আগেই অবসর নিলেও এই ম্যাচ দিয়েই আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় জানান সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার রিকেলমে।

দ্বিতীয় ম্যাচটি খেলার পর আর্জেন্টাইন পাবলিক টেলিভিশনকে মেসি ইন্টার মায়ামিতে যাওয়া নিয়ে বলেন, 'রিকেলমের বিদায়ে থাকতে পেরে খুব ভালো লাগছে। আপাতত কয়েকদিন বিশ্রাম নেবো। এরপর নতুন শহর এবং নতুন ক্লাবে (ইন্টার মায়ামি) আমার নতুন শুরু হবে। আমি খুবই উত্তজিত। '

পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। এরপর ইন্টার মায়ামির জার্সিতে পথচলা শুরু হবে তার। আগামী ২১ জুন মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে লিগ কাপের ম্যাচ দিয়ে নতুন ক্লাবের জার্সিতে অভিষেক হবে মেসির।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।