ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কবে বাংলাদেশে আসছেন জানিয়ে দিলেন মার্তিনেস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
কবে বাংলাদেশে আসছেন জানিয়ে দিলেন মার্তিনেস

আগামী মাসে কলকাতা সফরে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। এর আগেই তিনি পা রাখবেন বাংলাদেশে।

সোমবার নিজের অফিশিয়াল ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করেন তিনি।  

পোস্টে মার্তিনেস বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ভারতীয় উপমহাদেশে আমার সফর শুরু হবে ৩ জুলাই। বাংলাদেশ থেকেই এটার যাত্রা শুরু হবে, যেখানে আমি ফান্ডেড নেক্সট এবং নেক্সট ভেঞ্চারস-এর দলগুলির সাথে দেখা করার সুযোগ পাবো। আমাদের এই সাক্ষাৎ ভবিষ্যতের সমৃদ্ধ অভিজ্ঞতার সুর তৈরি করে দেবে। ’

মার্তিনেস আরো লিখেন, ‘বাংলাদেশ সফর শেষে আমি কলকাতায় যাব, শুরু হবে আমার আড়াই দিনের ভারত অভিযান। আমি এই রোমাঞ্চকর অভিযান নিয়ে খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করছি এবং এই যাত্রায় যে বৈচিত্র্যময় অভিজ্ঞতা এবং শিক্ষা পাব, সেটা নেওয়ার প্রত্যাশায় আছি। ’

৩৬ বছরের খার ঘুচিয়ে গত বছর বিশ্বকাপ নিজেদের করে নেয় আর্জেন্টিনা। নিজেদের তৃতীয় এই শিরোপা জেতায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন মার্তিনেস। ফাইনালে তার দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপ জিতে আলবেসিলেস্তেরা। সেই গোলরক্ষকই আগামী ৩ জুলাই পা রাখবেন বাংলাদেশের মাটিতে।

কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের উদ্যোগে কলকাতায় মার্তিনেসের আগমন ঘটবে। এর আগে বাংলাদেশি ভক্তদের কথা বিবেচনা করে তিনি এই দেশে আসবেন বলে জানিয়েছেন শতদ্রু।  

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।