গত মৌসুমটা একদমই ভালো কাটেনি চেলসির। তাইতো এই দলবদল মৌসুম ক্লাবটির বেশিরভাগ ফুটবলারই অন্য ক্লাবে পাড়ি দিচ্ছেন।
বিবিসি, ডেইলি মিরর, ইএসপিএন, দ্য অ্যাথলেটিকসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, মাউন্টের চুক্তির ব্যাপারে সম্মত হয়েছে দুই ক্লাব। ২০২৮ সাল পর্যন্ত রেড ডেভিলসদের সঙ্গে থাকবেন তিনি। তার দাম ধরা হয়েছে ৬ কোটি পাউন্ড। এর মধ্যে ৫ কোটি ৫০ লাখ পাউন্ড চুক্তির সময়েই দিতে হবে। পরবর্তী সময়ে যোগ হবে বাকি ৫০ লাখ।
চলতি সপ্তাহেই ইউনাইটেডের মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাবেন মাউন্ট। এরপরই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।
মাউন্টের পেশাগত ক্যারিয়ার শুরু হয় চেলসিতেই। মাত্র ৬ বছর বয়সে ক্লাবটির একাডেমিতে যোগ দেন তিনি। মূল দলে তিনি সুযোগ পান ২০১৭ সালে।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
আরইউ