বিরতির পর আবারও মাঠে ফিরেছে দেশের ঘরোয়া ফুটবল। প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তনের দিনটি জয় দিয়েই রাঙাল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
ফুরফুরে মেজাজে থাকা কিংস আজ (০৭ জুলাই) ৩-১ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। গোল তিনটিই এসেছে বিদেশি ফুটবলারদের পা থেকে। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটেই মিগেল ফেরেইরার গোলে এগিয়ে যায় কিংস। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন দরিয়েলতন। ৭৭ মিনিটে পেনাল্টি থেকে তৃতীয় গোলটি করেন অধিনায়ক রবসন রবিনহো। ৯০ মিনিটে শেখ জামালের সান্ত্বনাসূচক গোলটি পায় আবু সাইদের কাছ থেকে।
প্রিমিয়ার লিগে এদিন আরও দুটি ম্যাচ ছিল। ফর্টিস এফসিকে ২-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। অন্যদিকে আজমপুর এফসি উত্তরা ৬-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলের হয়ে হ্যাটট্রিক করেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। এর আগে লিগের প্রথম লেগেও আজমপুর এফসির বিপক্ষে ৬-০ গোলের জয় পেয়েছিল মোহামেডান।
এই জয়ে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে মোহামেডান। ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে নিজেদের নামটা খোঁদাই করে রেখেছে কিংস। লিগে নিজেদের শেষ ম্যাচে আগামী ১৪ জুলাই আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে চারবারের চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৩
এএইচএস