সম্প্রতি ঢাকায় এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। তার ১১ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে সাধারণ দর্শকদের জন্য কোনো ইভেন্ট ছিল না।
ভারতে সাফ চ্যাম্পিয়নশিপ খেলে গত ৩ জুলাই দেশে ফিরে আসে বাংলাদেশ ফুটবল। সেদিনই বাংলাদেশ সফর শেষে কলকাতায় যাচ্ছিলেন মার্তিনেজ। বিমান থেকে নেমেই তার জন্য দাঁড়িয়ে ছিলেন জামাল। কিন্তু একদম কাছে থেকেও হতাশ হতে হয়েছিল জাতীয় দলের অধিনায়ককে। তবে ইতোমধ্যেই জামালের কাছে ফোন করে ক্ষমা চেয়েছেন মার্তিনেসকে আনার উদ্যোক্তা শতদ্রু।
কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু বলেছেনম জামাল বিমানবন্দরে অপেক্ষা করছেন, এটা তিনি জানতেন না। জানলে জামালের সঙ্গে মার্তিনেসের দেখা করাতেন। আজ বাফুফে ভবনে জামালের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘শতদ্রু আমাকে ফোন করে ক্ষমা চেয়েছেন, বলেছেন যা হয়েছে তার জন্য আন্তরিকভাবে তিনি দুঃখিত। '
জামাল আরও বলেন, ‘কলকাতার সবাই আমার বিষয়টা জেনেছে। তারা এ নিয়ে খুব দুঃখ প্রকাশ করেছে। মার্তিনেস খুবই কষ্ট পেয়েছে আমার ঘটনায়। তাই আমার আর ছেত্রীর (ভারতীয় ফুটবল দলের অধিনায়ক) জন্য জার্সি পাঠিয়েছে। জার্সি এখনো কলকাতায় আছে। শতদ্রু বলেছেন পরবর্তী কোনো অনুষ্ঠান হলে তিনি আমায় আমন্ত্রণ জানাবেন। তখনই সেই জার্সি আমার হাতে তুলে দেওয়া হবে। ’
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
এআর/এমএইচএম