কিছুদিন আগেই বাংলাদেশ নারী ফুটবল দলের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন কোচ গোলাম রব্বানী ছোটন। দীর্ঘদিন নারী দলের দায়িত্বে ছিলেন তিনি।
আজ ছোটনকে ছাড়া প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ নারী দল। শিষ্যদের খেলা ছোটন দেখেছেন গ্যালারিতে বসেই। কিন্তু দিনশেষে তাকে হতাশই করেছেন সাবিনা-সানজিদারা। নেপালের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে ১-১ গোলর ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।
সাবেক শিষ্যদের খেলা দেখে ছোটন বলেন, ‘দলে পরিবর্তন এসেছে। সাফের অনেক ফুটবলারই নেই। নতুন কম্বিনেশন মানিয়ে নিতে একটু সময় লাগে। ‘
ডিফেন্সে আঁখি খাতুন ও সাজেদার অভাব বোধ করেছেন ছোটন। তিনি বলেন, ‘নেপাল বারবার ডিফেন্স ভেঙে ঢুকে যাচ্ছে। আঁখি-সাজেদারা দলে না থাকায় এই সুযোগ তারা কাজে লাগাচ্ছে। দল ভালো খেলেছে। লম্বা সময় পর মাঠে নামলে ছন্দ ফিরে পেতে একটু সময় লাগে। ‘
উল্লেখ্য, জাতীয় দল থেকে অবসর নিয়েছেন সাজেদা খাতুন। অন্যদিকে জাতীয় দলের ক্যাম্পকে আপাতত বিদায় বলেছেন আঁখি।
বাংলাদেশ সময়:২০১৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
এআর/এএইচএস