বেশ কয়েকটি মামলায় দীর্ঘদিন ধরে পুলিশের কাছে বন্দি ছিলেন বেনজামিন মেন্দি। একে একে ছয়টি ধর্ষণ ও দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগ অবশেষে মুক্তি পেলেন ফরাসি এই ফুটবলার।
২০২১ সালের আগষ্ট মাসে মেন্দির বিরুদ্ধে চারটি ধর্ষণ ও একটি যৌন নির্যাতনের অভিযোগ এনেছিল চেশায়ার কনস্টাবুলারি। তখন থেকে পুলিশি হেফাজতে থাকার মধ্যেই ওই বছরের নভেম্বরে তার বিরুদ্ধে আরও দুটি ধর্ষণের অভিযোগ আনা হয়। এরপর গত বছর আরও একজন তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ করেন।
এসব মামলা থেকে মুক্তি পেতে লড়াই করে যাচ্ছিলেন সাবেক এই ম্যানচেস্টার সিটি ফুটবলার। গত জানুয়ারিতে এসে ছয়টি ধর্ষণ ও একটি যৌন নির্যাতনের মামলায় মুক্তি পান তিনি। বাকি ছিল আরও দু্ইটি অভিযোগ। শেষ পর্যন্ত সেগুলোতেও নির্দোষ প্রমাণিত হলেন এই লেফট-ব্যাক।
চেস্টার ক্রাউন কোর্টে ছয় জন পুরুষ ও ছয় জন নারীর সমন্বয়ে গড়া জুরি বোর্ডের তিন সপ্তাহ ধরে চলা বিচার প্রক্রিয়ায় প্রায় সোয়া তিন ঘণ্টার আলোচনা শেষে শুক্রবার রায় ঘোষণা করেন জুরি ফোরম্যান। নির্দোষ প্রমাণিত হয়ে তখনই কান্নায় ভেঙে পড়েন মেন্দি।
২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন মেন্দি। ২০১৭ সালে সবচেয়ে দামি ডিফেন্ডার হিসেবে তিনি যোগ দিয়েছিলেন ম্যানচেস্টার সিটিতে। তাদের হয়ে জিতেছিলেন তিনটি লিগ শিরোপাও। কিন্তু ধর্ষণ মামলায় অভিযুক্ত হওয়ার পরই তার সঙ্গে চুক্তি বাতিল করে ক্লাবটি।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
আরইউ