ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

মায়ামির জার্সিতে প্রথম জয় যাকে উৎসর্গ করলেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
মায়ামির জার্সিতে প্রথম জয় যাকে উৎসর্গ করলেন মেসি

স্বপ্নের অভিষেক হয়তো একেই বলে! টানা ১১ ম্যাচ ধরে জয়হীন ছিল ইন্টার মায়ামি। সেই দলটিকে নিজের অভিষেক ম্যাচেই জয়ের স্বাদ এনে দেন লিওনেল মেসি।

শ্বাসরুদ্ধকর এই জয় সতীর্থ ইয়ান ফ্রেকে উৎসর্গ করলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।  

ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ম্যাচের ৫৩ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন মেসি। তখন পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল মায়ামি। কিন্তু মেসি মাঠে নামার ১২ মিনিট পর সমতায় ফেরে মেক্সিকান ক্লাব ক্রুস আসুল। ড্রয়ের দিকে এগোতে থাকা ম্যাচটির দৃশ্যপট বদলে যায় ইনজুরি টাইমে। ফ্রি কিকে চোখধাঁধানো এক গোল করে নিজের অভিষেকটা স্মরণীয় করে রাখলেন মেসি।

ম্যাচ শেষে গোলটি নিয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘আমার হাতে শেষ একটা সুযোগ ছিল। সবসময়ের মতো আমি এবারও চেষ্টা করেছিলাম। সৌভাগ্যবশত তা জালে প্রবেশ করে, গোলকিপার নাগাল পায়নি এবং লিগে আমরা যেভাবে এগোচ্ছি, তাতে এই জয়টা অনেক আনন্দের। আত্মবিশ্বাস জোগানোর জন্য আমাদের জেতা শুরু করতে হবে, হোক সেটা আলাদা এক চ্যাম্পিয়নশিপে। ’

‘আমি এই জয় ইয়ানকে উৎসর্গ করতে চাই যে কি-না ইনজুরির কারণে লকার রুমে ভুগেছিল। সে খুবই তরুণ, এর মধ্যেই দুটো গুরুতর ইনজুরিতে ভুগেছে এবং আমি সে আবারও চোট কাটিয়ে উঠবে। ’

মেসির অভিষেক দেখতে কানায় কানায় পূর্ণ ছিল স্টেডিয়াম। এমনকি তারকাদের ঢল নেমেছিল গ্যালারিতে। বাক্সেবল কিংবদন্তি লেব্রন জেমস, টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামসসহ আরও অনেকেই হাজির হয়েছিলেন মেসির অভিষেককে ক্যামেরাবন্দী করতে।

এমন উৎসাহ পাওয়ার পর মেসি বলেন, ‘আমি এখানে এসে খুবই আনন্দিত। এ জায়গা পরিবারকে সঙ্গে নিয়ে আমি নিজেই বেছে নিয়েছি। এখানকার মানুষকে আবারও ধন্যবাদ, যাঁরা একইভাবে উৎসাহ দিয়ে গেছেন। আমরা চাই, সারা বছর তারা আমাদের সঙ্গ দেবেন। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ’

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এএইচএস         

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।