ইতোমধ্যেই দেশের ফুটবলে নিজেদের ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে কিংস। দেশের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেতে মরিয়া ক্লাবটি।
আগামী ১৫ আগস্ট আরব আমিরাতের ক্লাব শারজাহ এফসির বিপক্ষে প্রিলিমিনারি রাউন্ডের খেলায় অংশ নিবে কিংস। এই ম্যাচে জয় পেলে গ্রুপ পর্বে যেতে হলে আরো একটি প্লে-অফ পার হতে হবে। ২২ আগস্ট ইরানের ট্রাক্টর ক্লাবের বিপক্ষে।
শারজাহর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলনে নেমে পড়েছে কিংস। নিজেদের মাঠ কিংস অ্যারেনায় দেশি-বিদেশি মিলিয়ে প্রথম দিনের অনুশীলনে ছিলেন ১৬ ফুটবলার। প্রথম দিনের অনুশীলনে ছিলেন না জাতীয় দলে খেলা ফুটবলাররা। ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলে ব্যস্ত মৌসুম পার করায় তাদেরকে বিশ্রাম দিয়েছেন কোচ অস্কার ব্রুজোন। ছুটি কাটিয়ে আগামীকাল ক্যাম্পে যোগ দেবেন আনিসুর-তপুরা।
এএফসির টুর্নামেন্টে এবার একাদশে ছয়জন বিদেশি খেলাতে পারবে ক্লাবগুলো। যেকারণে চার বিদেশি; রবসন রবিনহো, দরিয়েলতন গোমেজ, মিগেল ফিগেইরা ও আসরর গফুরভের সঙ্গে ইতোমধ্যে যোগ হয়েছে আরও তিনটি নাম।
উজবেকিস্তানের দুই সেন্টার ব্যাক বাবুরবেক ইউলদাশভ ও শুকুরবেক খোলমাতোভের সঙ্গে আইভরি কোস্টের মিডফিল্ডার চার্লস দিদিয়েরকে দলে নিয়েছে কিংস। ৩০ বছর বয়সী ইউলদাশভ সবশেষ উজবেকিস্তানের শীর্ষ পর্যায়ের ক্লাব সোগদিয়ানা জিজ্জাখের হয়ে খেলেছেন। আর জাতীয় দলের জার্সিতে খেলেছেন ছয়টি ম্যাচ। আরেক উজবেক খোলমাতোভ খেলেছেন রহমতগঞ্জের হয়ে। চার্লস দিদিয়ের সদ্য শেষ হওয়া মৌসুমে শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে খেলেছেন। ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের দলবদলের ঘোষণা এখনো না আসায় এই তিন ফুটবলারকে ধারে নিতে হয়েছে বসুন্ধরা কিংসকে। দলবদল চালু হলে আন্তর্জাতিক বাজার থেকে উঁচু মানের ফুটবলার দলে ভেড়ানোর পরিকল্পনা রয়েছে ক্লাবটির।
শারজাহ এফসি আরব আমিরাতের প্রো লিগ জিতেছে সর্বোচ্চ ছয়বার। এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলছে চতুর্থবারের মতো। তাদের দলে আছেন একসময় বার্সেলোনায় খেলা মিরালেম পিয়ানিচ ও পাকো আলকাসার এবং রোমাতে খেলা কস্তাস মনোলাস। এই মানলাসের গোলেই ২০১৮ সালের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে কপাল পুড়েছিল বার্সেলোনার। এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামার আগে সেরা প্রস্তুতি নিতে হবে কিংসের। অনুশীলনের পর কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ আলম জুবায়ের নিপু বলেন, ‘শারজাহ উঁচু মানের দল। ওদের বিপক্ষে খেলতে হলে আমাদের ঘরোয়া ফুটবলের মতো প্রস্তুতি নিলে হবে না। সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নিতে হবে। আমরা সেভাবেই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি। ’
বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
এআর/এএইচএস