বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে আজ। বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে মালদ্বীপকে পেয়েছে।
এক ভিডিও বার্তায় জামাল বলেন, ‘বাংলাদেশ বনাম মালদ্বীপ, আমি মনে করি আমাদের জন্য বিষয়টা ভালো হয়েছে। কারণ বিশ্বকাপ বাছাইয়ের যে পোল ছিল সেখানে আরও শক্তিশালী প্রতিপক্ষ ছিল। মালদ্বীপের প্রতি সম্মান রেখেই বলতে চাই, বাংলাদেশের জন্য এটা একটা ভালো ড্র হয়েছে। ’
মালদ্বীপকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ায় স্বস্তির কারণও বলেছেন জামাল। তিনি বলেন, ‘সাফে মালদ্বীপকে আমরা হারিয়েছি। ফলে আত্মবিশ্বাসের দিক থেকে আমরা এগিয়ে থাকবো। ’
বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচগুলো ভিন্ন হবে বলে মনে করেন জামাল। তবে তার জন্য দল প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। জামাল বলেন, ‘বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো ভিন্ন হবে। তবে আমরা প্রস্তুত। ’
সম্প্রতি সাফ চ্যাম্পিয়নশিপে পিছিয়ে পড়েও মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আগামী ১২ ও ১৭ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথমপর্বের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। জিতলে বাংলাদেশ 'আই' গ্রুপে খেলবে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননের বিপক্ষে।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এআর/এএইচএস