অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের জন্য আগামীকাল (৯ আগস্ট) বুধবার থেকে ক্যাম্প শুরু করার কথা জানিয়েছে বাফুফে। ক্যাম্পে ডাক পেয়েছেন মোট ৩৭ জন ফুটবলার।
কিছুদিন আগেই এই দলের কোচ হিসেবে জুলফিকার মাহমুদ মিন্টুর নাম ঘোষণা করেছিল বাফুফে। তার অধীনেই বিকেএসপিতে ক্যাম্প করবেন ফুটবলাররা। এশিয়ান কাপের বাছাইয়ে ‘এইচ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। গ্রুপে অন্য তিন প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইন।
চোনবুরিতে আগামী ৬ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই শুরু করবে দল। ৯ সেপ্টেম্বর লড়বে থাইল্যান্ডের বিপক্ষে, তিন দিন পরের ম্যাচের প্রতিপক্ষ ফিলিপাইন।
ক্যাম্পে ডাক পাওয়াদের মধ্যে আমির হাকিম বাপ্পী, রফিকুল ইসলাম, মাহমুদুল হাসান কিরণ, ইয়াসিন আরাফাত, মেহেদী হাসান শ্রাবণ, মিরাজুল ইসলাম ও নিহাদ জামান উচ্ছ্বাস ইতোমধ্যেই নিজেদের পারফরম্যান্স দিয়ে সকলের নজরে এসেছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে চলা বাফুফে এলিট একাডেমির দুজন খেলোয়াড়ও আছেন ক্যাম্পের দলে। তারা হলেন গত মৌসুমে মোহামেডানে ধারে খেলা স্ট্রাইকার মিরাজুল ও গোলরক্ষক মোহাম্মদ আসিফ।
ক্যাম্পে ডাক পাওয়া ৩৭ ফুটবলার:
রাজীব হোসেন, সাদেকুজ্জামান ফাহিম, জাহিদ হাসান শান্ত, আশরাফুল হক আসিফ, আরিফ হোসেন, আমির হাকিম বাপ্পী, সাকিব আল হাসান, শান্ত কুমার রায়, সবুজ হোসেইন, শাহীন আহমেদ, শাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, বোরহান উদ্দিন, তানভির হোসেন, মোহাম্মদ সাদী, রাজন হাওলাদার, এনামুল ইসলাম গাজী, আক্কাস আলি, মেহেদী হাসান, মাহমুদুল হাসান কিরণ, ইয়াসিন আরাফাত, সাব্বির হোসেন, আরমান ফয়সাল আকাশ, সাকিব বেপারি, জায়েদ আহমেদ, সাকিল হোসেইন, পিয়াস আহমেদ নোভা, জামি উদ্দিন,মোহাম্মদ নাহিয়ান, ফাহিম মোর্শেদ, ইসমাইল হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তাজ উদ্দিন, মিরাজুল ইসলাম, মোহাম্মদ আসিফ, মেরাজ হোসেন অপি ও নিহাদ জামান উচ্ছ্বাস।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
এআর/এএইচএস