টটেনহ্যামের সঙ্গে হ্যারি কেইনের দীর্ঘদিনের সম্পর্ক অবশেষে ভেঙেই গেল। রেকর্ড ট্রান্সফার ফি'তে বায়ার্ন মিউনিখে পাড়ি জমালেন ইংলিশ অধিনায়ক ও স্ট্রাইকার।
স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে এরইমধ্যে জার্মান চ্যাম্পিয়নদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ৪ বছরের জন্য গাঁটছাড়া বেঁধেছেন কেইন। দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছে বায়ার্ন। চুক্তির আর্থিক মূল্য ১০০ মিলিয়ন পাউন্ড (১২৭ মিলিয়ন মার্কিন ডলার), যা লিগের ইতিহাসেই সর্বোচ্চ।
বায়ার্নে বিখ্যাত ৯ নম্বর জার্সি পরে খেলবেন কেইন। এই জার্সি পরেই খেলতেন ক্লাবটির সাবেক স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি। গত বছর এই পোলিশ স্ট্রাইকার পাড়ি জমিয়েছেন বার্সেলোনায়। তার শূন্যস্থান পূরণের জন্যই কেইনকে দলে ভিড়িয়েছে জার্মান চ্যাম্পিয়নরা।
স্পার্সদের হয়ে লম্বা সময় ধরে খেলা কেইনের চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি ছিল। ক্লাবটির সর্বোচ্চ গোলস্কোরার ৪৩৫ ম্যাচে করেছেন ২৮০টি গোল। যার মধ্যে প্রিমিয়ার লিগেই করেছেন ২১৩টি।
এদিকে রবের্ত লেভানডোভস্কি ক্লাব ছাড়ার পর বায়ার্ন খুব করে একজন স্ট্রাইকার খুঁজছিল। সেই অভাব ঘোচানোর জন্যই কেইনকে এনেছে তারা। একইসঙ্গে লিগের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ও বনে গেছেন তিনি।
বায়ার্ন ২০২৩-২৪ মৌসুম শুরু করবে আজ শনিবার; লাইপজিগের বিপক্ষে জার্মান সুপার কাপের ম্যাচ দিয়ে। এই ম্যাচ দিয়েই বায়ার্নের জার্সিতে অভিষেক হতে পারে কেইনের। তবে শুরুর একাদশে তার না থাকার সম্ভাবনাই বেশি। কারণ আজ সকালেই তার চুক্তির ব্যাপারটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এমনকি নতুন ক্লাবের সতীর্থদের সঙ্গে অনুশীলনেও নামেননি তিনি।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
এমএইচএম
? #ServusHarry ?⚪ https://t.co/VSUABkhTvP
— FC Bayern Munich (@FCBayernEN) August 12, 2023