ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘বাঁশি বাজলেই মেসিকে চিনবে না ফিলাডেফিয়ার কেউই’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
‘বাঁশি বাজলেই মেসিকে চিনবে না ফিলাডেফিয়ার কেউই’

ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবটির হয়ে উড়ছেন লিওনেল মেসি। এই পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে প্রত্যেকটিতে গোল রয়েছে আর্জেন্টাইন এই তারকার।

পারফরম্যান্স খরায় ধুঁকতে থাকা দলটিকে তিনি নিয়ে গেছেন লিগস কাপের সেমিফাইনালেও।

সেমিতে মায়ামির প্রতিপক্ষ মেজর সকার লিগেরই ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়ন। তাদের বিপক্ষেই খেলবেন বিশ্বের সেরা ফুটবলার মেসি। এতে ঘাবড়ে যাচ্ছেন না ক্লাবটির কোচ জিম কার্টিন। সদ্য বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে সেরার ভাবলেও নিজের দলের ওপর যথেষ্ট আস্থা রয়েছে তার।  

মেসিকে বরণ করতে প্রস্তুত ফিলাডেলফিয়া কোচ। তিনি বলেন, ‘আমাদের স্টেডিয়ামে ইতিহাসের সেরা ফুটবলারকে বরণ করতে প্রস্তুত আমরা। আমি মনে করি সুবারু পার্ক (স্টেডিয়াম) অবশ্যই সবচেয়ে বেশি মুখরিত হবে এই ম্যাচে। এটা অনেক সুন্দর ম্যাচ হবে। যেখানে সেমিফাইনাল খেলার জন্য সবসময়ের সেরা ফুটবলার আসবে; চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার জন্য। ’

‘তাইতো এটি অনেক বড় ম্যাচ হবে। আমি জানি আমাদের সমর্থকরা নিজেদের সামর্থ্য দেখাবে। ’

আগামীকাল (১৫ আগস্ট) ফিলাডেফিয়ার ঘরের মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ক্লাবটির কোচ বেশ উচ্ছ্বসিত ম্যাচ নিয়ে। তিনি মেসিকে সেরা মানলেও বাঁশি বাজতেই যে পরিস্থিতি বদলে যাবে সেটির কথা মনে করিয়ে দিলেন।  

কার্টিন বলেন, ‘তার (মেসি) বিপক্ষে খেলা অবশ্যিই অনেক বড় কিছু। কিন্তু যখন বাঁশি বাজবে...আমি জানি আমাদের খেলেয়াড়রা নিজেদের সর্বোচ্চটুকু দেবে। তখন তার দেখবে না কে সামনে আসছে। যদি মেসিও আসে, বুসকেতস আসে বা জর্দি আলবাও আসে। ’

‘আমরা শুধু আমাদের স্টাইলেই খেলবো এবং আত্মবিশ্বাস বজায় রাখবো। আমাদের জানা উচিত আমরা কিভাবে একটি স্টেডিয়ামে খেলবো, যেখানে দর্শকভর্তি থাকবে, অনেক শোরগোল হবে, সমর্থকরা আমাদের সাপোর্ট দিতে থাকবে। আমাদের ভয় পাবো না, সাহসী থাকবো। আমরা জানি এটা কঠিন, কিন্তু চ্যালেঞ্জ নিতে সবাই প্রস্তুত। ’

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।