ঢাকা, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

এশিয়ান গেমসে সাবিনাদের কোচ জটিলতা কাটলো

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩০, আগস্ট ১৭, ২০২৩
এশিয়ান গেমসে সাবিনাদের কোচ জটিলতা কাটলো এশিয়ান গেমসে সাবিনাদের কোচ সাইফুল বারী টিটু

এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দলের নতুন কোচ সাইফুল বারী টিটুর রেজিস্ট্রেশন নিয়ে জটিলতা ছিল। সেই জটিলতা অবশেষে কেটেছে।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের অনুরোধ আমলে নিয়েছে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া এবং হাংজু গেমস কর্তৃপক্ষ। সাইফুল বারী টিটুর রেজিস্ট্রেশন অনুমোদন হয়েছে। ফলে এশিয়ান গেমসে সাবিনাদের কোচ হিসেবে ডাগআউটে দেখা যাবে টিটুকে।

সাবিনাদের নতুন কোচ টিটু এশিয়ান গেমসে কোচিংয়ের ব্যাপারে বলেন, ‘তিন দিন আগে অনানুষ্ঠানিকভাবে জেনেছি রেজিস্ট্রেশন হয়েছে। এটা সাধারণত হয় না। বিওএ এবং বাফুফের আন্তরিক প্রচেষ্টায় সম্ভব হয়েছে। ’

সাইফুল বারী টিটু এর আগেও তিনটি এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করেছিলেন। ১৯৯০ সালে খেলোয়াড় আর ২০১০ ও ১৪ সালে কোচ হিসেবে। এবারও কোচ হিসেবে যাচ্ছেন তবে একটু ভিন্ন দায়িত্বে, ‘আমার এটি চতুর্থ এশিয়াড। অন্যগুলোর তুলনায় অবশ্যই ভিন্ন। নারী দলে প্রথম কোচ এবং নারীদেরও প্রথম এশিয়ান গেমস। ’ 

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩ 
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।