ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

স্পাইডারম্যান-থরের মতো কেন উদযাপন করেছিলেন মেসি?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
স্পাইডারম্যান-থরের মতো কেন উদযাপন করেছিলেন মেসি?

ইন্টার মায়ামিতে যোগ দিয়ে বেশ সুখেই আছেন লিওনেল মেসি। হবেনই বা না কেন! ৬ ম্যাচ খেলে প্রতিটিতেই পেয়েছেন গোলের দেখা।

তার জাদুর ছোঁয়ায় রীতিমত বদলে গেছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। হারের বৃত্ত থেকে বেরিয়ে ভাসছে জয়ের আনন্দে।  

মেসিকে দেখেই বোঝা যায়, তিনি বেশ আমুদে মেজাজে আছেন। গোলের পর মার্ভেল কমিকস বুকসের সুপারহিরোদের মতো উদযাপন করেন তিনি। কখনো বা থর, কখনো বা ব্ল্যাক প্যান্থার আবার কখনো বা স্পাইডারম্যানের মতো। এমন রূপে আগে কখনো দেখা যায়নি তাকে। এভাবে উদযাপন করার পেছনে রহস্যটা কী? মেসি দিলেন তার ব্যাখ্যা।

আজ সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, 'আমার তিন ছেলে এখনো ছুটিতে আছে, তাদের স্কুল শুরু হয়নি এখনো। তাই প্রতি রাতে আমরা মার্ভেলের সুপারহিরো সিনেমাগুলো দেখি। তার আমাকে বলল যে, যখনই আমার ম্যাচ থাকবে এবং তাতে গোল করলে আমি যেন মার্ভেল সুপারহিরোদের মতো উদযাপন করি। এভাবেই এটার শুরু হয় এবং সেটা বজায় রাখছি। ' 

'প্রতিবার যখন নতুন সিনেমা দেখি, সে অনুযায়ী গোল উদযাপনের প্র্যাকটিস করি আমরা। তবে সেটা আমি কেবল ঘরের মাঠেই তাদের জন্য করতে পারবে। যেহেতু বাচ্চারা আমার কাছে আছে, তাই আমরা সেই মুহূর্তগুলো ভাগাভাগি করে নিতে পারি। যখন তাদের গ্যালারিতে দেখি তখনই আমি সেটা (উদযাপন) করি। '

মায়ামিতে এসে আর্টিফিশিয়াল টার্ফে খেলতে হচ্ছে মেসি। যেখানে খেলতে খুব একটা অভ্যস্ত নন, তবে দ্রুতই মানিয়ে নিচ্ছেন নিজেকে। তিনি বলেন, 'এখানে গরম খুবই বেশি এবং আদ্রতাও বেশি, তবে সত্যি বলতে দ্রুতই এর সঙ্গে মানিয়ে নিয়েছি। এখন আমি খুবই স্বাচ্ছন্দ্যে আছি। বন্ধুদের সঙ্গে কথা বলেছি, যারা কি না এখানে পুরো জীবন কাটিয়েছে। এমনকি তারাও প্রথম দিকে গরমে ভুগেছে এবং অভ্যস্ত হতে পারেনি। আর্টিফিশিয়াল গ্রাসের কথা বললে, আমি যুব পর্যায়ে এমন মাঠে খেলেছি, তা অনেক দিন হয়ে গেছে। তবে এই ধরনের মাঠে খেলতে আমার কোনো অসুবিধা নেই। '

এদিকে আগামি ২০ আগস্ট লিগস কাপের ফাইনালে নাশভিলের মুখোমুখি হবে মায়ামি। আসরটি এখন পর্যন্ত ৯ গোল করেছেন মেসি।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।