ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডটি এখন মেসির একার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডটি এখন মেসির একার

দানি আলভেস অনেকদিন ধরেই রেকর্ডটি সামলেছেন। কয়েক মাস আগে সেই রেকর্ডে ভাগ বসান লিওনেল মেসি।

আজ ইন্টার মায়ামির হয়ে লিগস কাপ জিতে রেকর্ডটি একান্তই নিজের করে নিলেন তিনি। পেশাদার ফুটবল ক্যারিয়ারে তার চেয়ে বেশি শিরোপা জয়ের নজির নেই আর কোনো ফুটবলারের।

লিগস কাপ মেসির ৪৪তম শিরোপা। এতোদিন ৪৩ টি শিরোপা নিয়ে আলভেসের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। এবার ছাড়িয়ে গেলেন আলভেসকে। লিগস কাপের ফাইনালে নাশভিলেকে টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথম শিরোপার স্বাদ পায় মায়ামি। তবে মেসির জন্য ট্রফিটি নতুন হলেও, স্বাদটা সেই আগের মতোই। তার ৪৪ শিরোপার তালিকা তুলে ধরা হলো পাঠকদের জন্য-

আর্জেন্টিনা 
ফিফা বিশ্বকাপ: ১ (২০২২)
কোপা আমেরিকা: ১ (২০২১)
লা ফিনালিসিমা: ১ (২০২২)
অলিম্পিক: ১ (২০০৮)
যুব বিশ্বকাপ: ১ (২০০৫)


বার্সেলোনা 
লা লিগা: ১০ (২০০৪-০৫, ২০০৫-০৬, ২০০৮-০৯, ২০০৯-১০, ২০১০-১১, ২০১২-১৩, ২০১৪-১৫, ২০১৫-১৬, ২০১৭-১৮, ২০১৮-১৯)
কোপা দেল রে: ৭ (২০০৮-০৯, ২০১১-১২, ২০১৪-১৫, ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০২০-২১)
সুপারকোপা: ৮ (২০০৫-০৬, ২০০৬-০৭, ২০০৯-১০, ২০১০-১১, ২০১১-১২, ২০১৩-১৪, ২০১৬-১৭, ২০১৮-১৯)
চ্যাম্পিয়নস লিগ: ৪ (২০০৫-০৬, ২০০৮-০৯, ২০১০-১১, ২০১৪-১৫)
উয়েফা সুপার কাপ: ৩ (২০০৯-১০, ২০১১-১২, ২০১৫-১৬)
ফিফা ক্লাব বিশ্বকাপ: ৩ (২০০৯, ২০১১, ২০১৫) 

পিএসজি 
লিগ ওয়ান: ২ (২০২১-২২, ২০২২-২৩)
ফ্রেঞ্চ সুপার কাপ: ১ (২০২১-২২)

ইন্টার মায়ামি 
লিগস কাপ: ১ (২০২৩)

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।