ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আবাহনীর বাঁচা-মরার লড়াই আজ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
আবাহনীর বাঁচা-মরার লড়াই আজ

হারলেই বিদায়, মিলবে না এএফসি কাপের গ্রুপ পর্বের টিকিট। এমন সমীকরণ মাথায় নিয়ে আজ ভারতের ক্লাব মোহনবাগানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামছে আবাহনী লিমিটেড।

জিতলেই ২০১৯ সালের পর আবারও এএফসি কাপের গ্রুপ পর্বে খেলার টিকিট মিলবে আকাশী-নীল জার্সিধারীদের।

এএফসি কাপের প্লে অফ ম্যাচে আজ (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় সল্ট লেকে মুখোমুখি হবে আবাহনী ও মোহনবাগান। ম্যাচের আগে সতর্ক দলের কোচ মারিও লেমোস। তিনি বলেন, ‘(মোহনবাগানের) জেসন কামিন্স, হুগো বুমো, লিস্টন কোলাচো যারা আক্রমণভাগে খেলে, তাদের সবাই দারুণ খেলোয়াড়। তাদেরকে আমাদের ভালোভাবে পাহারায় রাখতে হবে। তাদের স্পেস ছেড়ে দেওয়া যাবে না, কারণ সেটা হলে তাদের যে মানের খেলোয়াড় আছে, তাতে আপনাকে তার মাশুল গুনতে হবে। ’

এর আগের ম্যাচে মালদ্বীপের ক্লাব ইগলসের বিপক্ষে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। ঈগলসের বিপক্ষে ম্যাচে আবাহনীকে বেশ আক্রমণ শানাতে দেখা গিয়েছিল। তবে মোহনবাগানের শক্তিমত্তার কথা মাথায় রেখেই কোচ মারিও লেমোস খানিকটা রক্ষণাত্মক কৌশলে এগোনোর ইঙ্গিত দিলেন।  

লেমোস বলেন, ‘ঈগলস ম্যাচ থেকে এই ম্যাচটা একটু ভিন্নই হতে যাচ্ছে। কারণ ওরা নিজেদের মাঠে খেলছে। দুটো দল আলাদা। তারা (মোহনবাগান) আরও বেশি আক্রমণাত্মক। তো আমাদের রক্ষণে আরও বেশি নিখুঁত হতে হবে। একটু বেশি নিচে নামতে হবে। ঈগলস ম্যাচের মতো বেশি বেশি ঝুঁকিও নেওয়া চলবে না এ ম্যাচে। ’

সব মিলিয়ে মোহনবাগানকে বেশ নিখুঁতই মনে হচ্ছে আবাহনী কোচের। তার কথা, ‘তারা আইএসএল (ইন্ডিয়ান সুপার লিগ) চ্যাম্পিয়ন, দারুণ সব খেলোয়াড়ে ভরা তাদের দল, আমাদের জন্য চ্যালেঞ্জটা বিশাল হবে। ’ 

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।