খেলোয়াড়ি জীবন শেষ করে কোচিংয়ে প্রবেশ করেছেন আর্জেন্টিনার এক ক্লাবের হয়ে। তবে সেখানে বেশিদিন থাকেননি কার্লোস তেভেস।
টানা বাজে পারফরম্যান্স করায় গত রোববার (২০ আগস্ট) কোচের পদ থেকে রিকার্দো জেলিনস্কিকে ছাঁটাই করে ইন্দেপেন্দিয়েন্তে। তারই স্থলাভিষিক্ত হয়েছেন তেভেস। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এক প্রতিবেদনে জানায়, আজ চুক্তিতে স্বাক্ষর করবেন সাবেক এই ম্যানচেস্টার সিটি তারকা।
নিজের প্রথম ক্লাব হিসেবে আর্জেন্টাইন রোসারিও সেন্ট্রালের কোচ হন তেভেস। ২০২২ সালে দায়িত্ব নেয়ার পাঁচ মাস পরই তিনি সরে দাঁড়ান। কারণ হিসেবে জানান, ক্লাবের সভাপতি নির্বাচনের প্রচারণায় প্রার্থীরা তার নাম ব্যবহার করেছেন।
খেলোয়াড়ি জীবনে তেভেস খেলেছিলেন ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। এই দুই নগরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ছাড়াও তিনি বোকা জুনিয়র্স-সহ আরও কয়েকটি ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন। জাতীয় দলের জার্সিতে তার অভিষেক হয় ২০০৪ সালে। ৭৬টি ম্যাচ খেলে করেছিলেন ১৩টি গোল।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
আরইউ