ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

২০২৬ পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে থাকছেন বের্নার্দো সিলভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
২০২৬ পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে থাকছেন বের্নার্দো সিলভা

ম্যানচেস্টার সিটির সঙ্গে আরও এক বছর থাকছেন বের্নার্দো সিলভা। ২০২৬ সাল পর্যন্ত বর্তমান প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন পর্তুগিজ এই তারকা।

গতকাল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ক্লাব।

সিটিতে সিলভার চুক্তি ছিল ২০২৫ সাল পর্যন্ত। গুঞ্জন উঠেছে চুক্তি শেষের আগেই তাকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করছে বার্সেলোনা, পিএসজি ও সৌদি ক্লাব আল হিলাল। কিন্তু পর্তুগিজ এই মিডফিল্ডারকে দলে রাখার আশ্বাস দিয়েছিলেন কোচ পেপ গার্দিওলা। এবার সেটিই হলো। সিলভা থাকছেন আরও এক মৌসুম।

ফরাসি ক্লাব মোনাকে থেকে ২০১৭ সালে সিলভাকে দলে ভেড়ায় সিটি। এরপর প্রিমিয়ার লিগ ক্লাবটির গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। এই পর্যন্ত দুইশর বেশি ম্যাচ খেলে নামের পাশে যোগ করেছেন ৩৩টি গোল। দলটির হয়ে জিতেছেন পাঁচটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ বেশ কয়েকটি শিরোপা।  

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।