ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বেলিংহ্যামের গোলে টানা তৃতীয় জয় রিয়ালের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
বেলিংহ্যামের গোলে টানা তৃতীয় জয় রিয়ালের

রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়ে প্রত্যেক ম্যাচেই দারুণ পারফরম্যান্স করে যাচ্ছেন জুড বেলিংহ্যাম। সেল্তা ভিগোর বিপক্ষেও নৈপুণ্য দেখালেন ইংলিশ এই মিডফিল্ডার।

তার গোলেই লিগে টানা তৃতীয়বারের মতো জয় তুলে নিলো লস ব্লাঙ্কোসরা।  

লা লিগায় সেল্তা ভিগোকে গতকাল রাতে ১-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। পেনাল্টিতে রদ্রিগোর ব্যর্থতার পর শেষদিকে এসে গোলের দেখা পান বেলিংহ্যাম।

ঘরের মাঠে তৃতীয় মিনিটেই রিয়ালের জালে বল পাঠায় সেল্তা। তবে ভিএআর দেখে ফাউলের বাঁশি বাজান রেফারি। অভিষেক হওয়া কেপা আরিসাবালাগাকে ফাউল করেন সেল্তা ফরোয়ার্ড ইয়োর্গেন লারসেন। কিছুক্ষণ পর চোটের কারণে মাঠ ছাড়েন ভিনিসিয়ুস জুনিয়র। তার বদলে মাঠে নামেন হোসেলু।

প্রথমার্ধে বেশ কয়েকটি আক্রমণ চালায় রিয়াল। তবে গোলের দেখা আর পায়নি। বিরতির পর আগের মতোই খেলতে থাকে লস ব্লাঙ্কোসরা। ৬৮তম মিনিটে সেল্তা গোলরক্ষক রদ্রিগোকে ফাউল করায় পেনাল্টি পায় দলটি। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৮১তম মিনিটে গিয়ে দলকে এগিয়ে নেন বেলিংহ্যাম। হোসেলুর হেড থেকে সহজ শটে জাল খুঁজে নেন তিনি।

টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে রিয়াল। সমান ৬ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে রায়ো ভাইয়েকানো ও ভালেন্সিয়া।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।