ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান দল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান দল

আগামী ৪ এবং ৭ সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে আফগানিস্তানের বিপক্ষে দুটি ‘ফিফা টায়ার-১’ আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। জামাল ভূঁইয়াদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় এসেছে আফগান ফুটবল দল।

গতকাল মধ্যরাতে তারা ঢাকায় এসে পৌঁছায়।

ম্যাচ দুটিই অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। এর আগে আফগান দলটি কিংস অ্যারেনাতেই অনুশীলন করবে। বাংলাদেশ দল ইতোমধ্যে সপ্তাহ খানেক অনুশীলন করছে। আর্জেন্টাইন ক্লাব সোল দা মায়োর সঙ্গে থাকা অধিনায়ক জামাল ৩০ আগস্ট ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে। অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের জন্য প্রস্তুতি হিসেবে আফগানিস্তানকে বেছে নিয়েছে বাংলাদেশ।  

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, ২৭ আগস্ট, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।