ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

উলভস থেকে ৭৩৫ কোটিতে রোনালদোর সতীর্থকে নিল সিটি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
উলভস থেকে ৭৩৫ কোটিতে রোনালদোর সতীর্থকে নিল সিটি

কেভিড ডি ব্রুইনা ইনজুরিতে চার মাসের জন্য ছিটকে যাওয়ার পর একজন কার্যকর মিডফিল্ডার খুঁজছিল ম্যানচেস্টার সিটি। অবশেষে দলবদলের শেষ দিনে বিকল্প পেয়ে গেল তারা।

উলভারহ্যাম্পটন থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর জাতীয় দলের সতীর্থ মাতিয়াস নুনেসকে দলে ভিড়িয়েছে গতবারের ট্রেবলজয়ীরা।

নুনেসকে কিনতে ৫৩ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৩৫ কোটি টাকা) খরচ করেছে ম্যানসিটি। পর্তুগিজ মিডফিল্ডার নুনেসের চুক্তির মেয়াদ ৫ বছরের। তবে ভবিষ্যতে সিটি যদি তাকে বেচে দিতে চায় তাহলে ট্রান্সফার ফি'র ১০ শতাংশ পাবে উলভস।  

পর্তুগালের জার্সিতে ১১ ম্যাচ খেলা নুনেসকে পাওয়ার জন্য আগেও চেষ্টা করেছে সিটি। কিন্তু উলভসের পক্ষে থেকে ৬০ মিলিয়ন পাউন্ডের কাছাকাছি দাম হাঁকানোয় সেবার রাজি হয়নি বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। সিটির প্রস্তাব ছিল ৪৭ মিলিয়ন পাউন্ড। দুই পক্ষ অবশেষে একমত হলো গ্রীষ্মের দলবদল বন্ধ হওয়ার দিনে।

নুনেস নিজেও সিটিতে যাওয়ার জন্য মরিয়া চেষ্টা করছিলেন। এমনকি উলভস কর্তৃপক্ষকে চাপ দিতে ধর্মঘটেও গেছেন তিনি। দলের অনুশীলনেও অনুপস্থিত ছিলেন। কিন্তু তাতেও বরফ গলছিল না। গত মৌসুমে স্পোর্তিং থেকে ৩৮ মিলিয়ন পাউন্ডে কেনা এই মিডফিল্ডারকে ৬০ মিলিয়নের কমে কিছুতেই ছাড়তে রাজি ছিল না উলভস। তবে দ্বিতীয় দফায় ৫৩ মিলিয়নের প্রস্তাব দিয়ে বাজিমাত করল সিটি।  

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।