ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভিনিসিয়ুস-বেলিংহ্যাম নৈপুণ্যে নাপোলিকে হারাল রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
ভিনিসিয়ুস-বেলিংহ্যাম নৈপুণ্যে নাপোলিকে হারাল রিয়াল

শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। নাপোলির বিপক্ষে দলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র।

এরপর ব্যবধান বাড়ান জুডে বেলিংহ্যাম। পরবর্তীতে সমতায় ফেরে নাপোলি। কিন্তু শেষদিকে তাদের গোলরক্ষকের আত্মঘাতী গোলে জয় নিয়ে মাঠ ছাড়ের লস ব্লাঙ্কোসরা।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে গতকাল রাতে নাপোলিকে ৩-২ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আসরের প্রথম ম্যাচে জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিনকে ১-০ ব্যবধানে হারানোর পর এই ম্যাচ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে লস ব্লাঙ্কোসরা।  

দিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দল সমান তালে লড়াই চালিয়ে যেতে থাকে। তবে প্রথমেই সুযোগ লুফে নেয় স্বাগতিকরা। ১৯তম মিনিটে তাদের এগিয়ে নেন লিও অস্ট্রিগার্ড। সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি রিয়াল। ২৭তম মিনিটে বেলিংহ্যামের বাড়ানো বল বক্স থেকে প্লেসিং শটে জালে পাঠান ভিনিসিয়ুস।  

৩৪তম মিনিটে দলকে এগিয়ে নেন বেলিংহ্যাম। এদুয়ার্দো কামাভিঙ্গা থেকে পাওয়া বল বক্সে নিয়ে চার নাপোলি ফুটবলারকে কাটিয়ে দারুণ এক শটে জাল খুঁজে নেন ইংলিশ এই মিডফিল্ডার। তার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা।  

বিরতির পর আক্রমণ বাড়িয়ে দেয় নাপোলি। ৫২তম মিনিটে বক্সে ভিক্টর অসিমেনকে ফাউল করলে পেনাল্টি পায় তারা। সফল স্পট কিকে তখন দলকে সমতায় ফেরান জেলেনস্কি। ৭৮তম মিনিটে নাপোলি গোলরক্ষকের আত্মঘাতী গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। পরবর্তীতে আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।