বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে ব্রাজিল জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিতে। এরপর বেশ কিছুদিন বেকার থাকার পর এবার নতুন চ্যালেঞ্জ নিলেন অভিজ্ঞ এই কোচ।
সোমবার এক বিবৃতিতে তিতেকে নিয়োগ দেওয়ার কথা জানায় ফ্লামেঙ্গো। ২০২৪ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন তিতে। এর আগে ক্লাবটির কোচ ছিলেন হোর্হে সাম্পাওলি। গত মাসে ব্রাজিলিয়ান কাপ ফাইনালে সাও পাওলোর বিপক্ষে হেরে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হওয়ার পর ছাঁটাই হন তিনি।
২০১৬ সালে ব্রাজিলের জাতীয় দলের দায়িত্বে আসেন তিতে। ২০১৯ সালে দলকে জেতানো কোপা আমেরিকা ছাড়া আর কোনো অর্জন নেই তার। ২০১৮ সালে তার অধীনে প্রথমবার দল বিশ্বকাপ খেলতে গিয়ে কোয়ার্টার ফাইনালে গিয়ে বাদ পড়ে। এরপর ২০২২ কাতার বিশ্বকাপে শেষ আট থেকেই বিদায় নিতে হয় ব্রাজিলকে। এরপরই দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিতে।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
আরইউ