ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নরওয়েকে হারিয়ে ইউরোর মূল পর্বে স্পেন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
নরওয়েকে হারিয়ে ইউরোর মূল পর্বে স্পেন

নরওয়েকে হারিয়ে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা করে নিয়েছে স্পেন। তাদের এ জয়ে গ্রুপ 'এ' থেকে মূল পর্বে উঠেছে স্কটল্যান্ডও।

রোববার রাতের ম্যাচটিতে ১-০ গোলে জয় পেয়েছে স্প্যানিশরা। ম্যাচের একমাত্র গোলটি করেছেন বার্সেলোনার তরুণ মিডফিল্ডার গাভি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে করা এই গোলে দুই ম্যাচ হাতে রেখে মূল পর্ব নিশ্চিত করে ২০০৮ ও ২০১২ আসরের চ্যাম্পিয়নরা।

এদিকে ম্যাচটি হেরে যাওয়ায় আর্লিং হলান্ডের নরওয়ের জন্য মূল পর্বে উঠাই অনিশ্চিত হয়ে গেল। সর্বশেষ ২০০০ ইউরোয় জায়গা করে নিয়েছিল তারা। এবার হয়তো তাদের প্লে-অফের বাধা পেরিয়ে আসতে হবে। তবে এজন্য গ্রুপে তাদের তৃতীয় স্থানেই থাকতে হবে।

৬ ম্যাচেই ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে স্পেন। সমান পয়েন্ট স্কটল্যান্ডেরও। অন্যদিকে নরওয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট অর্জন করেছে। প্লে অফ খেলতে হলে বাকি এক ম্যাচে তাদের জিততেই হবে।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।