ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন জামালরা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৩, নভেম্বর ১১, ২০২৩
অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন জামালরা

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ১৮ ঘণ্টারও বেশি লম্বা ভ্রমণ শেষে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল।  

মেলবোর্নের স্থানীয় সময় রাতে পৌঁছানোয় আজ আর অনুশীলনের সুযোগ নেই।

আগামীকাল রোববার হাভিয়ের কাবরেরার দল সেখানে ঘাম ঝরাবে। বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বে ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। তাই পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে আগেই সেখানে যাওয়া।

এর আগে রাশিয়া বিশ্বকাপ বাছাইয়েও বাংলাদেশর গ্রুপে পড়েছিল অস্ট্রেলিয়া। ২০১৫ সালে বাংলাদেশ বাছাই ম্যাচ খেলতে পার্থে গিয়েছিল। আট বছর পর আবার অস্ট্রেলিয়ায় গেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ভিন্ন মহাদেশ হলেও ফুটবলে তারা এশিয়ান অঞ্চলের অন্তর্ভুক্ত।  

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।