ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

ফুটবল

খেলোয়াড়দের প্রতি আত্মবিশ্বাস ছিল: ইমরুল হাসান

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
খেলোয়াড়দের প্রতি আত্মবিশ্বাস ছিল: ইমরুল হাসান

ঘরের মাঠ বসুন্ধরাা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের ক্লাব মাজিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বসুন্ধরা কিংস। ম্যাচে জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছিল শেষ পর্যন্ত।

৮৭ মিনিটে মিগেল দামাসেনার গোলে জয় নিশ্চিত হয় কিংসের। পিছিয়ে পড়লেও দলের খেলোয়াড়দের প্রতি আত্মবিশ্বাস ছিল বলে জানিয়েছেন বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান।

ম্যাচ শেষে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট বলে জানান বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আজকের ম্যাচে জয়টা আমাদের প্রয়োজন ছিল। শেষ পর্যন্ত আমরা জয় ছিনিয়ে আনতে পেরেছি। যদিও পিছিয়ে পড়ে আমরা কিছুটা স্নায়ু চাপে ছিলাম। কারণ শেষ মুহূর্তে প্রায় ৮০ মিনিটে গিয়ে আমরা গোল পেয়েছি। তবে আমি খেলোয়াড়দের প্রতি আত্মবিশ্বাসি ছিলাম। তারা জয় ছিনিয়ে আনতে পারবে। তারা পেরেছে। ’

‘যদিও এতটা প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ হবে এটা আমাদের ভাবনায় ছিল না। দ্বিতীয়ার্ধে ছেলেরা ভালো খেলেছে তবে বেশ কিছু সহজ সুযোগ তারা মিস করেছে। ফলে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। নয়তো আরও সহজেই জয় পেতে পারতাম। তারপরও আল্লাহ তায়ালার কাছে আমি কৃতজ্ঞ যে আমাদেরকে জয় উপহার দিয়েছেন। ’

সাম্প্রতিক সময়ে কিংস অ্যারেনায় পিছিয়ে পড়ে কামব্যাক করাটা কিংসের অভ্যাসে পরিনত হয়েছে। তবে পিছিয়ে পরেও ম্যাচে ফেরার পেছনে দর্শকদের বড় ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন ইমরুল হাসান। তিনি বলেন, ‘শুধু বসুন্ধরা কিংস না। জাতীয় দলেরও সম্প্রতি গোল খেয়ে পিছিয়ে পড়ে কামব্যাক করা অভ্যাসে পরিনত হয়েছে। আমার  মনে হয় হোম ক্রাউডের ফলে এটা হচ্ছে। দর্শকরা অকুণ্ঠ সমর্থন দিয়েছে ক্লাব এবং দেশের ফুটবলকে। তারা যদি এই সমর্থন অব্যাহত রাখেন তবে বাংলাদেশ এবং বসুন্ধরা কিংস আরও ভালো খেলা উপহার দিতে পারবে। ’

ম্যাচে প্রায় ত্রিশ গজ দূর থেকে চোখ ধাঁধানো এক গোল করেছেন মিগেল দামাসেনা। এই গোল এএফসির সেরা গোলের তালিকায় থাকবে বলে মনে করেন ইমরুল হাসান। তিনি বলেন, ‘অবশ্যই এটা দারুণ একটা গোল। আমার মনে এর আগের অন্য গোলগুলোর মত মিগেলের এই গোলও এএফসির সেরা গোলের তালিকায় থাকবে। মিগেলের উপর আস্থা ছিল ওর মত খেলোয়াড় যে কোনও ম্যাচে যে কোনও কিছু করতে পারে। ’

এই ম্যাচে জয়টা গুরুত্বপূর্ণ ছিল বলে জানিয়েছেন বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট। আগামী ম্যাচে বসুন্ধরার প্রতিপক্ষ ভারতের ক্লাব ওড়িশা। ঐম্যাচে জয় পেলে জোনাল সেমিফাইনালে খেলতে পারবে বসুন্ধরা কিংস। পরের ম্যাচের দিকেই তাকিয়ে আছেন ইমরুল হাসান। তিনি বলেন, ‘এই জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন আমরা আগামী ম্যাচের অপেক্ষায় আছি। আগামী ম্যাচে জয় পেলেই হয়তো আমরা পরের রাউন্ডে যেতে পারবো। ’

আজ ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন দলের সেরা তারকা রবসন রবিনহো। তার অভাব অনুভব করেছেন কিনা? এমন প্রশ্নের জবাবে ইমরুল হাসান বলেন, ‘স্বভাবতই রবসনকে আমরা মিস করেছি। সে আমার দলের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে ছেলেরা আজ যেভাবে খেলেছে তাতে আমি সন্তুষ্ট। তবে কিছু সহজ সুযোগ মিস না করলে আমরা আরও সহজে জয় পেতে পারতাম। ’

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।