ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

হাভার্টজের গোলে শীর্ষে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
হাভার্টজের গোলে শীর্ষে আর্সেনাল

প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। শিরোপা লড়াইয়ে বেশ ভালোই প্রভাব রাখবে তা।

তবে এর আগেই শীর্ষস্থান দখলে নিল আর্সেনাল। গতকাল ব্রেন্টফোর্ডের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে তারা।

এমিরেটস স্টেডিয়ামে বেন হোয়াইটের ক্রস থেকে ১৯তম মিনিটে গানারদের এগিয়ে দেন ডেকলান রাইস। দাপুটে আর্সেনাল লিড ধরে রেখেই বিরতিতে যাচ্ছিল। কিন্তু যোগ করা সময়ে গোলরক্ষক অ্যারন রামসডালের ভুলে ধাক্কা খায় তারা। সমতায় ফেরে ব্রেন্টফোর্ড।

দ্বিতীয়ার্ধে অবশ্য দারুণ দুটি সেভ দেন রামসডালে। ডেভিড রায়া না থাকায় চার মাস পর একাদশে সুযোগ পেয়েছেন তিনি। তার শাপমোচন করেন কাই হাভার্টজ। ৮৬তম মিনিটে হোয়াইটের ক্রস থেকে দারুণ হেডে দলকে প্রাপ্য জয় এনে দেন এই জার্মান ফরোয়ার্ড।  

এই জয়ে ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।  ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল ও ৬২ পয়েন্ট নিয়ে তিনে ম্যান সিটি। আজ দুই দলের মধ্যে যে জিতবে সে-ই দখলে নেবে শীর্ষস্থান।

বাংলাদেশ সময়ঃ ১১৩৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।