ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

শেখ রাসেল-শেখ জামাল ড্র, মোহামেডানের বড় জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
শেখ রাসেল-শেখ জামাল ড্র, মোহামেডানের বড় জয়

প্রিমিয়ার লিগে দ্বিতীয় পর্বের শুরুটা ড্র দিয়ে করল শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে বড় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

 

আজ গোপালগঞ্জের শেখ ফলজুল হক মণি স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে শেখ জামাল।  

নতুন চার বিদেশি খেলোয়াড়কে দলে ভিড়িয়ে শক্তি বাড়ানো শেখ রাসেল শুরুটা করেছিল দারুণ। ২৩তম মিনিটে পেয়ে যায় এগিয়ে যাওয়া গোল। শাহীনের লম্বা ক্রস বক্সের জটলার মধ্যে ক্লিয়ার করতে ব্যর্থ হন জামালের ডিফেন্ডারা। সুযোগ কাজে লাগিয়ে বল জালে পাঠান সেকু সিল্লা। রাসেলের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নেমেই গোল পেলেন এই গিনিয়ান ফরোয়ার্ড।

মধ্যবিরতি থেকে ফিরে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় থাকে শেখ জামাল।  
আক্রমণে চাপ অব্যাহত রেখে অবশেষে ৫৬তম মিনিটে সমতায় ফেরে জুলফিকার মাহমুদের দল।  

রাসেলের বক্সে জটলার মধ্যে ইমন মাহমুদের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে জামালকে ম্যাচে রাখেন খোলমাতোভ। বাকি সময় দুই দলের কোনো প্রচেষ্টাই আলোর মুখ দেখেনি।

দশ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে শেখ রাসেল। ১৪ পয়েন্ট নিয়ে চারে শেখ জামাল।

অন্যদিকে ময়মনসিংহে ফর্টিস এফসিকে মোহামেডান হারিয়েছে ৪-০ ব্যবধানে। তাতে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সঙ্গে তারা পয়েন্ট ব্যবধান কমিয়ে আনল দুইয়ে। যদিও কিংস এক ম্যাচ কম খেলেছে। ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে মোহামেডান। ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ফর্টিস।

দিনের আরেক ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। ১৩ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে পুলিশ। ১০ পয়েন্টে অষ্টম স্থানে চট্টগ্রাম আবাহনী।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।