ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

ফুটবল

এফএ কাপে থাকছে না ‘রিপ্লে’ ম্যাচের নিয়ম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৪
এফএ কাপে থাকছে না ‘রিপ্লে’ ম্যাচের নিয়ম

বাতিল করা হয়েছে এফএ কাপের ‘রিপ্লে’ ম্যাচের নিয়ম। প্রথম রাউন্ড থেকেই এই নিয়ম আর থাকবে না।

আগামী মৌসুম থেকে নির্ধারিত সময়ে বিজয়ী চূড়ান্ত না হলে টাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ণয় করা হবে।  

এটি ছাড়াও বেশ কয়েকটি পরিবর্তন এসেছে ইংলিশ ক্লাবগুলোর এই প্রতিযোগিতাটিতে। মূলত ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) সঙ্গে প্রিমিয়ার লিগের ছয় বছরের নতুন চুক্তির অংশ হিসেবে এই পরিবর্তনগুলো এসেছে।  

আগের নিয়ম অনুযায়ী এফএ কাপের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাউন্ডে ৯০ মিনিটের খেলা সমতায় শেষ হলে প্রতিপক্ষের মাঠে রিপ্লে বা ফিরতি ম্যাচের আয়োজন করা হয়। কিন্তু বর্তমানে উয়েফার বাড়ানো প্রতিযোগিতাগুলোর সূচির সঙ্গে তাল মেলাতে প্রথম রাউন্ড থেকেই রিপ্লে ম্যাচ বাতিল করা হয়েছে বলে জানিয়েছে এফএ।  

২০২১ সালে ইউরোপা কনফারেন্স লিগ চালু করে উয়েফা। আগামী মৌসুম থেকে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে দলের সংখ্যা ৩২ থেকে বেড়ে হবে ৩৬। ২০২৫ সালে হবে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।